Wednesday, November 5, 2025

মুখ্যমন্ত্রী শিক্ষকতা করতেন, মন্মথনাথ নন্দন স্কুলকে ইংরেজি মাধ্যম করছে রাজ্য সরকার!

Date:

ভবানীপুরের ( bhabanipur) মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুলে একসময় শিক্ষকতা করতেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়( mamata bandyopadhayay)। সেই প্রাথমিক স্কুলটি (primary school) এবার নতুন রূপ পেতে চলেছে রাজ্য সরকারের উদ্যোগে। বাংলা থেকে ইংরেজি মাধ্যমে উন্নীত করা হচ্ছে এই স্কুলটিকে।

কিন্তু কেন এই সিদ্ধান্ত ? ঘটনার সূত্রপাত বেশ কয়েক সপ্তাহ আগে। ভবানীপুর বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডে আছে এই প্রাথমিক স্কুলটি। প্রথম থেকেই এটি একটি ভাড়া বাড়িতে চলত। মুখ্যমন্ত্রী রাজনৈতিক জীবনের শুরুর সময় এই স্কুলে শিক্ষকতা করতেন। সম্প্রতি বাড়ির মালিক স্কুলটি ভেঙে ফেলার জন্য এক প্রোমোটারের সঙ্গে যোগাযোগ করেন। কথাবার্তা যখন প্রায় চূড়ান্ত পর্যায়ে তখন স্কুলটি রক্ষা করতে এগিয়ে আসেন ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বাবুল সিং। তার স্ত্রী পাপিয়া সিং ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পাপিয়া স্কুল বাড়ি ভেঙে প্রোমোটিং করার কথা জানিয়ে চিঠি লেখেন মুখ্যমন্ত্রীকে। তিনি মুখ্যমন্ত্রীকে আবেদন করেন, এই স্কুলটি যেন কোনওভাবেই বন্ধ না হয়।
শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে (chiefminister) আবেদন করেই তিনি থেমে থাকেননি। এরই পাশাপাশি শিক্ষা দফতরেও পাপিয়া আবেদন করেন। এরপরই প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়।
সম্প্রতি স্কুলের জমিটি রাজ্য সরকারের অধীনে এসেছে। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক স্কুলটির খোলনলচে বদলে ফেলে ইংরেজি মাধ্যমের পঠন-পাঠন শুরু করা হবে। প্রসঙ্গত, বৃহস্পতিবার ভবানীপুরের শীতলা মন্দিরে পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি এই স্কুলটি সম্পর্কে খোঁজখবর নেন।

তৃণমূল নেতা বাবুল সিং বলেছেন, ইংরেজি মাধ্যমে পরিণত হওয়ায় এলাকাবাসীর মধ্যে খুশির হওয়া। তিনি বলেন, ৭১ নম্বর ওয়ার্ডে ৪২টি বস্তি রয়েছে। ইংরেজি মাধ্যম স্কুলে সন্তানদের পড়ানোর মতো সামর্থ্য নেই বস্তির বাসিন্দাদের।যে স্কুলে মুখ্যমন্ত্রী শিক্ষকতা করতেন সেটি ইংরেজি মাধ্যম স্কুল হবে জেনে সবাই খুশি হয়েছেন। কারণ, সরকার উদ্যোগী হওয়ায় এবার এখানকার ছেলেমেয়েরাও বিনামূল্যে ইংরেজি স্কুলে পড়তে পারবে। সবমিলিয়ে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।




Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version