Friday, August 22, 2025

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ২৮ নং ওয়ার্ডে তৃণমূলের প্রতিবাদ মিছিল

Date:

১০০ দিনের কাজ করেছেন রাজ্যবাসী অথচ সেই কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকার(BJP Govt)। এরই প্রতিবাদে(Protest) রবিবার কলকাতায় ২৮ নম্বর ওয়ার্ডে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল তৃণমূল(TMC)। এই মিছিলের নেতৃত্বে ছিলেন ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তী(Ayan Chakrabarty), তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh) সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।

গত ৫ মাসে ১০০ দিনের কাজে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ৬ হাজার কোটি টাকা। অথচ কর্মীদের প্রাপ্ত বকেয়া টাকা দেওয়ার কোনওরকম উদ্যোগ নিচ্ছে না মোদি সরকার। এরই প্রতিবাদে আগামী ৫ ও ৬ জুন রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনে এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল করলেন জোড়াফুল শিবিরের নেতা ও কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম বর্ধমান-সহ বহু জেলায় তৃণমূলের প্রতিবাদ মিছিল আয়োজিত হয় এদিন। বাদ ছিল না কলকাতাও। এদিন ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তীর নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল হয় সুখিয়া স্ট্রিট থেকে রাজাবাজার মোড় পর্যন্ত। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।

আরও পড়ুন:Chief Minister: সোমবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

এই মিছিল প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন কুণাল ঘোষ বলেন, “বিজেপি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে নির্বাচনে হেরে। এখন দুইরকমভাবে এই প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করছে। এক এজেন্সি দিয়ে ও টাকা আটকে দিয়ে। কেন্দ্রের তথ্য বলছে ১০০ দিনের কাজে বাংলা সেরা। অথচ সেই টাকা আটকে দেওয়া হচ্ছে। এটা কার টাকা মানুষের টাকা। যে টাকা এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে সেখান থেকে যা প্রাপ্য বাংলার সেটাই দেওয়া হচ্ছে না। রাজ্যের প্রাপ্য ৯৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে ওরা। আমাদের দাবি, রাজ্যের সমস্ত বকেয়া টাকা অবিলম্বে শোধ করতে হবে কেন্দ্রকে।”




Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version