Sunday, November 9, 2025

ভবানীপুরে জোড়া খুনকাণ্ডে উধাও দম্পতির মোবাইল! সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

Date:

ভবানীপুরে গুজরাতি ব্যবসায়ী দম্পতির খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।পুলিশের প্রাথমিক অনুমান এটি একটি খুনের ঘটনা। পুলিশ সূত্রের খবর দম্পতির মোবাইল ফোন নিয়ে ফেরার আততায়ীরা। যা নিয়ে ইতিমধ্যেই রহস্যের দানা বাঁধছে। কেন বা কী কারণে দম্পতির মোবাইল ফোন নিয়ে পালালো দুষ্কৃতীরা, তা খতিয়ে দেখছে পুলিশ ।



আরও পড়ুন:পানীয় জলে বিষক্রিয়া! কর্ণাটকে পানীয় জল পান করে মৃত ৩, গুরুতর অসুস্থ ৬০


ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দোষীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন । সেইমতো শুরু হয়েছে তদন্ত। দফায় দফায় দম্পতির তিন কন্যাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। পুলিশের তরফে জানার চেষ্টা করা হচ্ছে ওই দম্পতির সঙ্গে কারোর কোনও শত্রুতা ছিল কি না, সম্প্রতি তাঁর বাড়িতে কে বা কারা, কেন এসেছিল, এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য সোমবার সন্ধেয় ভবানীপুরের হরিশ মুখার্জি লেনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় এক দম্পত্তির রক্তাক্ত দেহ। জানা গেছে, মৃত দম্পতির নাম অশোক শাহ এবং স্ত্রীর নাম রশ্মিতা শাহ। তাঁদের দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।তাঁদের খুন করা হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ঘর থেকে কোনও কিছু চুরি গিয়েছি কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।




পুলিশ জানিয়েছে, দেহ দুটি যেখানে মিলেছে তার থেকে ৪০০ মিটার পর্যন্ত পুলিশ কুকুর গন্ধ শুঁকে পৌঁছে গিয়েছে ‌। ৪০০ মিটার এর পর কুকুরের অবস্থান না বদলানো খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজটা এখান থেকেই শুরু করতে চাইছেন পুলিশ কর্তারা। প্রাথমিক তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। ইতিমধ্যে দুজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। তারা কারা সে বিষয়ে খোঁজ-খবর করছে গোয়েন্দারা। সিসিটিভি ফুটেজ এবং আনুষঙ্গিক অন্য বিষয় গুলি খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version