Tuesday, August 26, 2025

স্বামী কেটে দিয়েছে ডান হাত! বাঁ হাতে কলম ধরে ঘুরে দাঁড়ানোর লড়াই রেণুর

Date:

নার্সিংয়ের চাকরি পেয়েছিলেন রেণু খাতুন। কিন্তু স্ত্রীর চাকরি পাওয়াতে খুশি হননি স্বামী। স্ত্রী’কে রুখতে তাঁর ডান হাতের কব্জি কেটে দেয় রেণুর ‘গুণধর’ স্বামী। কিন্তু হাত কাটলেও কাড়া যায়নি রেণুর অদম্য প্রাণশক্তি। অদম্য ইচ্ছাশক্তিতে ভর করেই জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে দিয়েছেন তিনি। ডান হাতের বদলে বাঁ হাতেই পেন তুলে নিলেন তিনি। কব্জি হারিয়েও দমবার পাত্রী নন, তা হাসপাতালের বেডে শুয়েই বুঝিয়ে দিলেন রেণু খাতুন।

জিততেই হবে! জিততেই হবে রেণুকে। রেণু এখন নিজেকেও এই কথা বলে চলেছেন অনর্গল। জিততেই হবে! সুস্থ হয়ে নার্সের চাকরি করতেই হবে তাঁকে। সদ্য নার্সের চাকরি পেয়েছিলেন। কিন্তু স্ত্রী নার্সিংয়ের সরকারি চাকরি পেয়ে ছেড়ে চলে যাবে, এই আতঙ্কে স্ত্রী’র হাতের কব্জি কেটে নিয়েছিল স্বামী। চেয়েছিলেন স্ত্রীকে পিছিয়ে দিতে। কিন্তু এরপরেও দমিয়ে রাখা যায়নি রেণুকে। হাসপাতালের বেডে শুয়েই শুরু করে দিলেন বাঁ হাতে লেখার অনুশীলন। শুরু করলেন জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই।

ডান হাতের কব্জি হারিয়েও রেণু চান সেবিকা হিসেবে মানুষের সেবা করতে। হাসপাতালের বেডে শুয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানিয়ে তিনি বলেন, “আমার স্বামী এবং তার দুই বন্ধু যেখানেই পালিয়ে যাক, তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক। আমি চাই এই বিষয়টিতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই”। এই ঘটনায় ইতিমধ্যে রেণুর শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও মূল অভিযুক্ত রেণুর স্বামী শরিফুল শেখ অধরাই। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন- bhabanipur murder case: দম্পতির খুনিকে তদন্ত করে খুঁজে বের করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

 

Related articles

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি, সাসপেন্ড পূর্ব বর্ধমানের ASI!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের...

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...
Exit mobile version