মোবাইল গেমের নেশা সর্বনাশা। আর সেই মোবাইল গেমের নেশায় বুঁদ ছিল সে। মোবাইল গেম খেলতে বাধা দিয়েছিল মা। যা নিয়ে তুমুল অশান্তি। গেমের নেশা এতটাই গ্রাস করেছিল যে খেলতে বাধা পেয়ে নিজের মাকে গুলি করে খুন করল ১৬ বছরের এক নাবালক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন:পয়গম্বরকে অপমান বিজেপির! রাজধানী সহ চার রাজ্যে আত্মঘাতী হামলার চিঠি জঙ্গি সংগঠনের
জানা
এখানেই নাবালোকের কীর্তি শেষ নয়। অভিযুক্ত কিশোর মায়ের মৃতদেহ লুকিয়ে রেখেছিল। ৯ বছরের বোনকে নিয়ে বাড়ি থেকে দু’দিন কোথাও বেরয়নি। দুর্গন্ধ ঢাকতে রুম ফ্রেশনার ব্যবহার করেছিল। এই কথা যেন কাউকে না বলা হয়, বোনকে হুমকিও দিয়েছিল সে। নিজের অপরাধ ঢাকতে গল্পও ফেঁদেছিল। বাবাকে সে জানায় বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে আসা মেকানিকই মাকে মেরেছে। ছেলের কথা বিশ্বাস করে বাবাও একই কথা জানায় পুলিশ। কিন্তু পুলিশের সন্দেহ হয়। কিশোরকে জিজ্ঞাসাবাদ করতেই আসল সত্য বেরিয়ে আসে। পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করেছে কিশোর।