Friday, November 14, 2025

বিহারে অপশাসন: ছেলের দেহ পেতে ভিক্ষা বৃদ্ধ দম্পতির

Date:

বিহারের (Bihar) নীতিশ কুমার (Nitish Kumar) এবং বিজেপির (BJP) জোট সরকারের জমানায় চূড়ান্ত অমানবিকতার আর দুর্নীতির ছবি প্রকাশ্যে। মৃত ছেলের দেহ ফেরত পেতে সমস্তিপুর সদর হাসপাতালে (Samastipur Hospital) বৃদ্ধ-দরিদ্র দম্পতির কাছে চাওয়া হল ৫০ হাজার টাকা ঘুষ। শেষবারের মতো ছেলের মুখটা দেখতে এখন রাস্তায় ভিক্ষা করছেন বৃদ্ধ দম্পতি।

বেশ কয়েক দিন ধরেই নিখোঁজ ছিল ছেলে। বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করেছেন বাবা-মা। শেষে সমস্তিপুর সদর হাসপাতাল থেকে একটি ফোনে আসে। তাঁরা জানতে পারেন সন্তান আর বেঁচে নেই। তারপরেই আরও বিপর্যয়। ছেলের দেহ ফিরে পেতে দিতে হবে ৫০ হাজার টাকা ঘুষ! প্রস্তাব আসে হাসপাতালের কর্মীদের পক্ষ থেকে।

দিশেহারা সন্তানহারা বাবা-মা। নুন আনতে পান্তা ফুরনো সংসারে ৫০ হাজার কোথায় পাবেন? বাধ্য হয়ে ভিক্ষার রাস্তা বেছে নেন বৃদ্ধ দম্পতি। সমস্তিপুরের পথে পথে মানুষের কাছে হাত পাততে দেখা যায় তাঁদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও।

বিহারের জোট সরকারের অব্যবস্থা আর সাধারণ মানুষের দুর্ভোগের ছবি দেখে শিউরে উঠছে সারা দেশ। যেখানে বাংলায় রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীন সবাই বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। এমনকী, মৃত্যুর পর সামর্থ্য না থাকলে দেহ সৎকারের জন্যেও টাকা দিচ্ছে সরকার। সেখানে বিহারের বৃদ্ধ দম্পতির এই করুণ চিত্র সবার চোখে জল এনেছে। জোট সরকার পরিচালিত ওই সরকারি হাসপাতালটির অধিকাংশ কর্মী নামমাত্র বেতনে চুক্তির ভিত্তিতে কাজ করেন। অতিরিক্ত রোজগারের জন্যেই তাঁরা রোগীর আত্মীয়দের কাছ থেকে ঘুষ চান। যদিও ভিডিও ভাইরাল হওয়ার পরে সমস্তিপুর জেলা প্রশাসন দম্পতির হাতে তাঁদের ছেলের দেহ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।


Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...
Exit mobile version