Sunday, August 24, 2025

একদিকে বৃষ্টির জন্য হাপিত্যেশ, অন্যদিকে তুমুল ঝড়বৃষ্টি । দক্ষিণবঙ্গ যেখানে বৃষ্টির আশায় চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে, তখন লণ্ডভণ্ড মালদা (Maldah)। কালবৈশাখীর দাপটে পড়ল গাছ, ভাঙল বাড়ি। শহরের বাঁধ রোড, মিশন রোড, কৃষ্ণপল্লী সহ একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। অনেক জায়গায় ড্রেন জ্যাম হয়ে পড়ে। যদিও অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ শুরু করে ইংরেজবাজার পৌরসভা (Englishbazar municipality)।

বাংলার বুকে বর্ষা প্রবেশ করেছে কিছুদিন আগেই। উত্তরবঙ্গ(North bengal) জুড়ে বৃষ্টির দাপট, গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal)। আগামী ১০ জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসার একটা হালকা সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (Sanjib Bandopadhyay) বলেছেন, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সঙ্গে সঙ্গেই যে কলকাতা ও তার আশপাশের অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে যাবে এমনটা নয়। কলকাতাতে ভারী বর্ষণের জন্য আরও অন্তত ৪-৫ দিন অপেক্ষা করতে হবে। কিন্তু ঠিক উল্টো ছবি উত্তরবঙ্গে। গত দুদিন ধরে প্রায় একটানা বৃষ্টি দার্জিলিং (Darjeeling) পাহাড় ও সিকিমে (Sikkim)। লাগাতার বর্ষণের জেরে বৃহস্পতিবার সকালে সিকিমে কয়েকটি এলাকায় ধস নেমেছে। ধসের ফলে শিলিগুড়ির (Siliguri) সঙ্গে সড়ক যোগাযোগ আপাতত বন্ধ। তাতে দুর্ভোগে পড়েছেন পর্যটকরা।এর পাশাপাশি মালদাতেও তুমুল ঝড় বৃষ্টি। নাগাড়ে বৃষ্টি তার সঙ্গে দোসর ঝড়। কালবৈশাখীর দাপটে কার্যত লণ্ডভণ্ড মালদা। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, ঝড়ের তাণ্ডবে শহরের বেশ কিছু জায়গায় গাছের ডালপালা ভেঙে পড়েছিল।তবে দ্রুততার সাথে উদ্ধার কাজ শুরু করা হয়। যাতে মানুষের কোন অসুবিধা না হয় তার জন্য সমস্ত ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল পৌরসভার পক্ষ থেকে।


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version