কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি? আজ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন

মেয়াদ শেষ হতে চলেছে দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের(Ramnath Kovind)। এর পরিস্থিতিতে দেশের আজ বিকেল ৩টেয় দেশের রাষ্ট্রপতি নির্বাচনের(Precident election) নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন(Election commission)। ইতিমধ্যেই কমিসনের তরফে বিজ্ঞপ্তি পেশ করে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩ টেয় দিল্লির বিজ্ঞানভবনে করোনা বিধি মেনে সাংবাদিক বৈঠক হবে।

প্রসঙ্গত, দেশের ১৪ তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে আগামী ২৪ জুলাই। ১৪ জুলাই ২০১৭ থেকে এই দায়িত্বভার সামলাচ্ছেন তিনি। নিজের কার্যকালে বিশ্বের ২৮ টি দেশে সফর করেছেন তিনি। ৬ টি দেশ থেকে পেয়েছেন সর্বোচ্চ সম্মান। সংবিধানের ৬২ ধারা অনুযায়ী, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সেই মতো দেশের ইতিহাসে ১৭ তম রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে এবার।

উল্লেখ্য, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের উভয় কক্ষ নিয়ে গঠিত ইলেক্টোরাল কলেজের সদস্যদের দ্বারা, যা হল – লোকসভা এবং রাজ্যসভা। ভারতের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভাও এই ভোট প্রক্রিয়ায় অংশ নেবে।


Previous articleনার্সের চাকরি পাওয়ায় কব্জি কাটার ঘটনায় রেণুর স্বামীর দুই সঙ্গী গ্রেফতার
Next articleনির্মম ! হাত-পা বাঁধা অবস্থায় ছাদে একরত্তি, হোম ওয়ার্ক না করার শাস্তি