Saturday, May 3, 2025

জানেন আমি কে? বিজেপি বিধায়ক বাবার পরিচয় দিয়েও ১০ হাজার টাকার জরিমানা মেয়ের

Date:

ট্রাফিক সিগন্যালের তোয়াক্কা না করেই ঝড়ের গতিতে ছুটছিল বিজেপি বিধায়কের মেয়ের বিএমডব্লিউ। শেষমেষ ওই গাড়িটি আটক করে ট্র্যাফিক পুলিশ। গতি সীমা লঙ্ঘনের অভিযোগে জরিমানা করে পুলিশ। এরপরই প্রভাবশালী বাবার পরিচয় দেন ওই তরুণী। যদিও তাঁর পরিচয় শোনার পরও ছাড়া পাননি বিজেপি বিধায়কের মেয়ে। সব মিলিয়ে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করে পুলিশ।

সূত্রের খবর, বেঙ্গালুরুর বিজেপি বিধায়ক অরবিন্দ লিম্বাভলির মেয়ে বিএমডব্লিউ নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। অভিযোগ, ট্র্যাফিকের আইনের তোয়াক্কা না করে গাড়ি ছোটান। তাঁকে পুলিশ আটকাতেই তাঁদের সঙ্গে কথা কাটাকাটি হয়। তরুণী হুঁশিয়ারির সুরেই বলেন, “জানেন, এ গাড়ি কার? কার গাড়ি আটকেছেন? জানেন আমি কে”? কিন্তু পুলিশ তাতে দমে যায়নি। বলে, জরিমানা দিন। গাড়ি নিয়ে যান। পুরো ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর রাজভবনের সামনে। বহু মানুষের ভিড় জমে যায় সেখানে।

সিগন্যাল ভেঙে গাড়ি চালানোর পাশাপাশি সিটবেল্ট না পরারও অভিযোগ ওঠে ওই তরণীর বিরুদ্ধে। বেশ কিছু ক্ষণ তর্কাতর্কি চলার পর গতি সীমা লঙ্ঘনের অভিযোগে এক হাজার টাকা জরিমানার স্লিপ ধরাতে গিয়ে পুলিশ কম্পিউটারে দেখে ওই গাড়ির মালিকের নামে আগেই নয় হাজার টাকা জরিমানা বকেয়া রয়েছে। সব মিলিয়ে তাই ১০ হাজার টাকা জরিমানা মেটাতে বলে পুলিশ।

শুক্রবারই তিনি ১০ হাজার টাকা দিয়ে দিয়েছেন বলে খবর। ঘটনায় ওই বিজেপি বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, আইন আইনের পথেই চলবে। সেখানে কারও পরিচয় বড় নয়।

আরও পড়ুন- Bengal Cricket: বাংলার পারফরম্যান্সে খুশি কোচ অরুণ লাল, মনোজের শতরানের প্রশংসায় অভিষেক ডালমিয়া

Related articles

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...
Exit mobile version