Thursday, August 28, 2025

শিশু পাচারের শীর্ষে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্য উত্তর ও মধ্যপ্রদেশ!

Date:

দেশজুড়ে শিশু পাচার কাণ্ডে প্রথম তিনে বিজেপি (BJP) শাসিত দুই রাজ্য। শতাংশের বিচারে অবশ্য শীর্ষে কংগ্রেস শাসিত রাজস্থান (Rajasthan)। আর দ্বিতীয় ও তৃতীয়স্থানে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) উত্তরপ্রদেশ (Uttarpradesh) ও শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan)মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। চতুর্থ স্থানে রয়েছে দিল্লি। এখানে শাসন ক্ষমতায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP) থাকলেও দেশের রাজধানী দিল্লির (Delhi) আইন-শৃঙ্খলা ও পুলিশ প্রশাসন কেন্দ্রের হাতে। নিখোঁজ হয়ে যাওয়া শিশুদের ৮৮.৯ শতাংশের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে।

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (National Crime records bureau) সাম্প্রতিকতম সমীক্ষায় জানানো হয়েছে, ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশের ৫৮টি জেলায় প্রতিদিন গড়ে ৮জন শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। যাদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। ২০২০ সালে মধ্যপ্রদেশ ও রাজস্থানে নিখোঁজ হয়ে যাওয়া শিশুদের সংখ্যা যথাক্রমে ৮ হাজার ৭৫১ এবং ৩ হাজার ১৭৯ জন। ২০২১ সালে এই দুই রাজ্যে শিশুদের নিখোঁজ হয়ে যাওয়ার সংখ্যা বেড়ে হয়েছে মধ্যপ্রদেশে ১০ হাজার ৬৪৮ এবং রাজস্থানে ৫ হাজার ৩৫৪ জন। অন্যদিকে, ২০২১ সালে দিল্লির ৮টি জেলায় প্রতিদিন গড়ে ৫ জন করে শিশু নিখোঁজ হয়েছে। ২০২১ সালে মধ্যপ্রদেশে দৈনিক ২৯ জন শিশু নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এসেছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, মধ্যপ্রদেশে প্রতিদিন গড়ে ২৯ জন শিশু নিখোঁজ হয়। তার মধ্যে ২৪ জন মেয়ে এবং ৫ জন ছেলে। উত্তরপ্রদেশের ৭৫টি জেলার মধ্যে ৫৮টি জেলায় শিশুদের নিখোঁজ হয়ে যাওয়ার তথ্য সংগ্রহ করা হয়েছে। দেখা গিয়েছে, ২০২১ সালে ২ হাজার ৯৯৮ জন শিশু নিখোঁজ হয়েছে উত্তরপ্রদেশে। তার মধ্যে ২ হাজার ১৬৩ জন মেয়ে এবং ৮৩৫ জন ছেলে। দিল্লিতে নিখোঁজ ১ হাজার ৬৪১ জন। পরিসংখ্যানে বলা হয়েছে, মধ্যপ্রদেশে শিশুদের নিখোঁজ হওয়া ২৬ শতাংশ এবং রাজস্থানে ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।



Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version