Sunday, August 24, 2025

মৃত্যুকে জয় করে লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরে আসার স্মৃতি রোমন্থন অনুরাগের

Date:

বলিউডের প্রখ্যাত বাঙালি পরিচালক অনুরাগ বসু ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন । এই তথ্যটুকু সিনেমাপ্রেমীদের সকলেরই জানা । কিন্তু চিকিৎসকরা তাঁকে জবাব দিয়ে দিয়েছিলেন। মুখের উপরে বলে দিয়েছিলেন এ পৃথিবীতে তিনি আর দু’মাসের অতিথি। কিন্তু ২০০৪ সালের সেই মৃত্যু পরোয়ানা উপেক্ষা করে আজ ২০২২ সালেও কীভাবে কাজ করে চলেছেন পরিচালক অনুরাগ বসু । সম্প্রতি একটি অনুষ্ঠানে সেদিনের দুঃস্বপ্নের স্মৃতি রোমন্থন করলেন অনুরাগ। শোনালেন কীভাবে সেদিন মৃত্যুর পরোয়ানাকে উপেক্ষা করে জয়ী হয়ে ফিরেছিলেন জীবন যুদ্ধে।‌‌ অনুরাগ জানিয়েছেন তাঁর স্ত্রী তখন সাত মাসের অন্তঃসত্ত্বা। স্বামী -স্ত্রীর সংসারে ছোট্ট এক অতিথির আগমণের অপেক্ষায় প্রহর গুনছিলেন তাঁরা। আচমকাই জানা গেল, ব্লাড ক্যানসারে আক্রান্ত অনুরাগ বসু। অনেকখানি ছড়িয়ে গিয়েছে রোগ। ক্যানসার এতটাই ছড়িয়ে গিয়েছে যে, আর কিচ্ছু করার নেই। অনুরাগ হয়তো আর মাত্র দু’সপ্তাহ বাঁচবেন। সেদিন কিন্তু হার মানেনি অনুরাগ । আর তাঁর সাথে গোটা বলিউড। অভিনেতা সুনীল দত্তের উদ্যোগে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় অনুরাগকে। সেখানেই এক নতুন ওষুধ, আরও আধুনিক চিকিৎসায় একটু একটু করে সাড়া দিতে থাকেন তিনি। সে সময়ে আত্মীয়-বন্ধু এবং বলিউডের সহকর্মীরা সকলেই ছিলেন তাঁর পরিবারের পাশে। অনুরাগের জন্য রক্ত জোগাড় করতে, আর্থিক সহায়তা দিতে এগিয়ে এসেছিলেন অনেকেই। তারপর ধীরে ধীরে কাজে ফিরেছেন । ফিরেছেন ক্যামেরার পিছনে । আবারো সদর্পে বলেছেন লাইট-ক্যামেরা-অ্যাকশন। ঠিক সেই অসুস্থতার সময়েই অনুরাগ তৈরি করেছিলেন বলিউডের ব্লকবাস্টার ছবি গ্যাংস্টার।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version