Tuesday, August 26, 2025

পয়গম্বরকে নিয়ে কুমন্তব্যে দেশজুড়ে অশান্তি: রাজ্যগুলিকে সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

হজরত মহম্মদকে নিয়ে বিজেপি(BJP) মুখপাত্র নূপুর শর্মার(Nupur Sharma) কুমন্তব্যের ঘটনায় দেশজুড়ে অশান্তি তীব্র আকার ধারন করেছে। ভয়াবহ এই পরিস্থিতি সামাল দিতে এবার রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের পুলিশ প্রধানদের সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক(Home Ministry)। কেন্দ্রীয় নির্দেশিকায় জানানো হয়েছে, পুলিশ কর্তাদের নিশানা করা হতে পারে। ফলে রাজ্যের পুলিশকে সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকার জন্য।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, “পরিকল্পিতভাবে দেশের শান্তি নষ্টের চেষ্টা চলছে। যে কোনওরকম পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে প্রস্তুত রাখতে হবে আধাসেনাকে। শান্তিশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে পুলিশ মোতায়েন করা যেতে পারে।” এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন কোনও উস্কানিমূলক পোস্ট নজরে পড়লে দ্রুত অভিযুক্তকে চিহ্নিত করে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সীমান্ত সংলগ্ন এলাকায় কড়া নজরদারির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

এদিকে নূপুর শর্মার কুমন্তব্যের জেরে ইতিমধ্যেই অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে বাংলায়। পরিস্থিতি সামাল এরাজ্যের হাওড়া ও মুর্শিদাবাদে জারি হয়েছে ১৪৪ ধারা, বন্ধ করা হয়েছে ইন্টারনেট। ঝাড়খণ্ডের রাঁচিতে মৃত্যু হয়েছে ২ জনের, অশান্ত দিল্লি। উত্তরপ্রদেশে অশান্তির জেরে ইতিমধ্যেই ২২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সবমিলিয়ে পরিস্থিতি রীতিমতো উত্তাল। এই অবস্থায় সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।


Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version