Tuesday, August 26, 2025

শুক্রবার দিল্লিতে নির্বাচনী ট্রায়ালে চোট পেয়ে কমনওয়েলথ গেমস (Commonwealth Games) থেকে ছিটকে গেলেন মেরি কম (Mary Kom)। চোটের জন্য কমনওয়েলথ গেমসের প্রস্তুতি শিবির থেকে নাম তুলে নেন তিনি। শুক্রবার হরিয়ানার নীতুর বিরুদ্ধে ৪৮ কেজি বিভাগের ট্রায়ালে নেমেছিলেন মেরি। প্রথম রাউন্ডে লড়াই করতে করতে হাঁটু ঘুরে যায় তাঁর। রিংয়ে পড়ে যান মেরি। ডাক্তাররা ছুটে আসেন তাঁর শুশ্রূষা করতে। প্রাথমিক চিকিৎসার পর পায়ে ব্যান্ডেজ বেধে খেলতে নামলেও টানতে পারেননি অলিম্পিক্সে বোঞ্জ জয়ী বক্সার। কিছু ক্ষণ পরে আবার বাঁ পা চেপে ধরে বসে পড়েন তিনি।

এই নিয়ে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ”ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম চলতি প্রস্তুতি শিবির থেকে নাম তুলে নিয়েছেন। শুক্রবার চোট পেয়েছিলেন মেরি। ৪৮ কেজি বিভাগে নীতুর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী মেরি। কিন্তু সেখানেই হাঁটুতে চোট পেয়ে বসেন মেরি। এরপরই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। মেরি আবার কোর্টে ফিরেও এসেছিলেন। মেরি কমনওয়েলথে অংশ নিতে পারবেন না।”

গত বারই কমনওয়েলথে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসাবে সোনা জিতেছিলেন মেরি। এশিয়ান গেমসেও জিতেছেন দু’বার সোনা। শেষ বার তাঁকে দেখা গিয়েছিল টোকিয়ো অলিম্পিক্সে।

মেরি কম সরে দাঁড়ানোয় তাঁর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে খেলতে যাওয়া আর হচ্ছে না তাঁর। ৪৮কেজি বিভাগে এখন টুর্নামেন্টে যোগ্যতা অর্জনের জন্য লড়াই করবেন নীতু ও মঞ্জু রানি।

আরও পড়ুন:Badminton: ইন্দোনেশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু-লক্ষ‍্য সেন

 

 

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version