Wednesday, November 5, 2025

বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের হল পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায়।অভিযোগকারী সুপ্রিম কোর্টের আইনজীবী আবু সোহেল৷ বিতর্কিত মন্তব্য করে নূপুর শর্মা মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দিলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি আবু সোহেলের হুঁশিয়ারি, বিজেপি নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি।


আরও পড়ুন:শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের


আবু সোহেলের দাবি, ‘‘২০১৮ সালে সুপ্রিম কোর্ট একটি মামলার রায়ে স্পষ্ট জানিয়েছিল যে, কোনও ভাবেই ধর্মীয় বিদ্বেষমূলক ভাষণ দেওয়া যাবে না। এমনটা হলে ওই ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করতে হবে। নূপুর যা বলেছেন তার জেরে দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়েছে।’’ কিন্তু তারপরও কেন্দ্রের ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা নূপুর অবলীলায় রেহাই পেয়ে যাচ্ছেন। সোহেল জানিয়েছেন, “আমি কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছি৷ মামলার কপি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, দিল্লির পুলিশ কমিশনার-সহ এ রাজ্যের ডিজিপি এবং পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকেও পাঠিয়েছি।’’


সম্প্রতি জ্ঞানবাপী মসজিদ বিতর্ক নিয়ে এক টেলিভিশন শো’তে ইসলাম ধর্মের গুরুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি-র মুখপাত্র নূপুর শর্মা। যে বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল গোটা দেশ। এই ঘটনায় একাধিক মুসলিম রাষ্ট্র ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দেয়৷ দেশের একাধিক থানায় নূপুর শর্মার বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর৷

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version