প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে নদিয়ার (Nadia) শান্তিপুরের টেংরিডাঙা এলাকায় ব্যাপক বোমাবাজি। পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে এলাকায় দুই বাসিন্দার মধ্যে ঝগড়া বাধে বলে অভিযোগ। পরে, তা থেকেই উত্তেজনা ছড়ায়। এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। ঘটনায় এখনও পর্যন্ত ২০জনকে আটক করেছে পুলিশ।
রবিবার, টাইমকলের জল নেওয়াকে কেন্দ্র করে দুই মহিলার মধ্যে ঝগড়া বাধে। পরে সেটাই হাতাহাতির চেহারা নেয়।