Saturday, November 8, 2025

প্রতিবাদীদের মুখ বন্ধ করতে যোগীরাজ্যে বুলডোজার, লকআপে লাঠির ঘা

Date:

যেভাবেই হোক প্রতিবাদীদের মুখ বন্ধ করতে বদ্ধপরিকর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাই যোগীরাজ্যে প্রতিবাদীদের উপরে তাণ্ডব আর শেষ হচ্ছে না। বিজেপির অধুনা সাসপেন্ডেড মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তরপ্রদেশের সাহারানপুরে বিক্ষোভ-সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে বহু বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল। গতকাল অর্থাৎ শনিবার পুরোপুরি সরকারি মদতে দু’জনের বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল বুলডোজার দিয়ে। রবিবার বুলডোজার-তাণ্ডব চলল প্রয়াগরাজে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল জাভেদ মহম্মদের বাড়ি। পুলিশের দাবি এই জাভেদ মহম্মদের উদ্যোগে এবং নেতৃত্বেই নাকি শুক্রবার প্রয়াগরাজে নূপুরের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়েছিল। শুধু তাই নয় প্রয়াগরাজের বিভিন্ন জায়গায় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনাটিতেও নাকি জাভেদের উস্কানি ছিল। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে  বুলডোজার চালানোর আগের রাতে  প্রয়াগরাজ পুরসভা জাভেদের বাড়ির সামনে একটি নোটিস ঝুলিয়ে দেয়। তাতে দাবি করা হয়, জাভেদের বাড়ির প্রথম ও দ্বিতীয় তলে বেআইনি নির্মাণ হয়েছে। উত্তরপ্রদেশের পুলিশ পুরকর্তাদের সঙ্গে নিয়ে সহারানপুরেও দুটি বাড়ি ভেঙে দিয়েছে বলে খবর। এদিকে শুক্রবারের বিক্ষোভ এবং হিংসাত্মক ঘটনার জেরে ইতিমধ্যেই পুলিশ ৩০০ জনকে গ্রেফতার করেছে। প্রয়াগরাজে ৯১ জন, সহারানপুর থেকে ৭১ জন, হাথরস থেকে ৫১ জন গ্রেফতার হয়েছে।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version