Wednesday, August 27, 2025

আগামী দেড় বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ, বড় ঘোষণা নরেন্দ্র মোদির

Date:

ক্ষমতায় আসার আগে বছরে ২ কোটি চাকরির(Job) প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। ক্ষমতায় আসার পরও ভুরিভুরি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দফায় দফায়। যদিও প্রতিশ্রুতি পূরণ হয়নি। লাফিয়ে লাফিয়ে বেড়েছে দেশে বেকারত্বের সংখ্যা। সেই পথে হেঁটে আরো একবার দেশে বিশাল কর্মসংস্থানের(job vacancy) ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়ে দিলেন, আগামী দেড় বছরে ১০ লক্ষ চাকরি হবে। প্রতিটি মন্ত্রক ও বিভাগে দক্ষ কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রতিটি মন্ত্রককে এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী দফতর। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মিশন মোড’।

সম্প্রতি প্রধানমন্ত্রী মন্ত্রকের তরফ এ এই সংক্রান্ত একটি টুইট করা হয়েছে। টুইটে মিশন মোড সম্পর্কে জানানোর পাশাপাশি আরও জানানো হয়েছে, প্রতিটি মন্ত্রকেই হিউম্যান রিসোর্সের কর্মী প্রয়োজন। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই তাই মানবসম্পদে জোর দেওয়া হয়েছে। আগামী দেড় বছরের মধ্যেই সেই নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রককে তা জানানও হয়েছে।


এদিকে প্রধানমন্ত্রীর এই চাকরির ঘোষণাকে ফের একবার কটাক্ষের পথে হেঁটেছে কংগ্রেস। এদিন সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা বলেন, “এটা অনেকটা ৯০০ ইঁদুর খেয়ে বিড়াল হজযাত্রায় চলেছে। কর্মসংস্থানে এই মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলেছে দেশ। ৫০ বছরে দেশের সর্বোচ্চ বেকারত্ব, ৭৫ বছরে সর্বনিম্ন টাকার মূল্য। মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। আর এইসব থেকে মানুষের নজর ঘোরাতে নরেন্দ্র মোদি টুইটার টুইটার খেলছেন।


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version