Sunday, November 9, 2025

জামিন পেলেন না বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়। আগামী ২০ জুন পর্যন্ত পুলিশ হেফাজতেই তাকে থাকতে হবে।

মঙ্গলবার রোদ্দুরের বিরুদ্ধে দু’টি মামলার শুনানি ছিল ব্যাঙ্কশাল কোর্টে। একটিতে জেল হেফাজত, অন্যটিতে পুলিশ হেফজতের নির্দেশ দিয়েছে আদালত।
ফলে সোমবার পর্যন্ত ইউটিউবার রোদ্দুর পুলিশি হেফাজতেই থাকবেন।
মঙ্গলবার রোদ্দুরের বিরুদ্ধে একটি মামলারই শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু পরে জানা যায় যে ব্যাঙ্কশাল কোর্টে রোদ্দূরের বিরুদ্ধে আরও একটি মামলার শুনানি রয়েছে। সেই মামলাতেও তার বিরুদ্ধে অশ্লীল ভিডিও প্রচারের অভিযোগ ছিল।

ইউটিউব ভিডিওতে তিনি অশ্লীলতা প্রচার করছেন এই অভিযোগ দায়ের করা হয়েছিল । মঙ্গলবার দু’টি আলাদা এজলাসে রোদ্দুরের দুটি মামলার শুনানি হয়।

প্রথম দফায় দু’টি মামলার নির্দেশ স্থগিত রাখা হয়। পরে আদালত জানিয়ে দেয়, আপাতত পুলিশি হেফাজতেই থাকবেন রোদ্দূর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে করা রোদ্দূরের কুমন্তব্য সংক্রান্ত মামলাটিতে জেল হেফাজত হয়েছে রোদ্দূরের। এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল হেয়ার স্ট্রিট থানায়। এই অভিযোগের ভিত্তিতে রোদ্দুরকে গোয়া থেকে গ্রেফতার করে আনা হয়। পরে চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের (সিএমএম) আদালত রোদ্দুরকে পুলিশের হেফাজতে রাখার নির্দেশও দেন। মঙ্গলবারের শুনানিতে রোদ্দুরের পুলিশি হেফাজতের মেয়াদ বাড়বে কি না, সে দিকেই নজর ছিল সবার। কিন্তু সেই মামলা ওঠার আগেই আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ১ সুব্রত মুখোপাধ্যায়ের এজলাসে আরও একটি মামলা ওঠে রোদ্দুরের নামে।
দুবছর আগে ইউটিউবারের বিরুদ্ধে বড়তলা থানায় দায়ের হওয়া এই মামলাটিরও মঙ্গলবারই শুনানি হবে বলে জানায় আদালত।

বড়তলা থানায় রোদ্দুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল তাঁর করা বেশ কয়েকটি ইউটিউব ভিডিও নিয়ে। অভিযোগকারী জানিয়েছিলেন, রোদ্দুরের ওই ইউটিউব ভিডিওগুলি অশ্লীল। মঙ্গলবার ওই মামলার শুনানি চলাকালীন অবশ্য রোদ্দুর বিচারকের এজলাসে ছিলেন না। আইনজীবী একটি পেন ড্রাইভে রোদ্দুরের ভিডিও সংক্রান্ত তথ্য জমা দেন বিচারকের কাছে। মামলায় পরবর্তী নির্দেশ কিছুক্ষণ পরে দেওয়া হবে বলে জানিয়ে দেন বিচারক।
এর পরে মমতাকে কুমন্তব্য করা নিয়ে মামলাটির শুনানি শুরু হয় সিএমএমের আদালতে। মামলাটির শুনানিতে রোদ্দুর আদালতে উপস্থিত ছিলেন। তবে তিনি কোর্ট রুমে চুপচাপ বসে ছিলেন।

Related articles

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...
Exit mobile version