Monday, August 25, 2025

আজ মঙ্গলবারই কাজে ফিরতে চান জখম প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম

Date:

রাহুল গান্ধীকে ইডির তলবের বিরুদ্ধে মিছিলে যোগ দিয়ে জখম কংগ্রেস নেতা পি চিদম্বরম। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে চিদম্বরমের পাঁজরে চোট লেগেছে বলে জানা গিয়েছে। পাঁজরের হারে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। আপাতত বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।সোমবার রাতে ট্যুইট করলেন পি চিদম্বরম৷ জানালেন তিনি ভাল আছেন, আজই কাজে ফিরবেন৷ চিকিৎসকেরা জানিয়েছেন, যদি এটি সামান্য হেয়ারলাইন ক্র্যাক হয় তাহলে ১০ দিনের মধ্যেই সেরে যাবে৷ তবে এর পাশাপাশি তিনি এও বলেন, তিনজন পুলিশের ধাক্কার পরেও যে শুধুমাত্র হেয়ারলাইন ক্র্যাক-হয়েছে, এটা ভাগ্যের ব্যাপার৷

রও পড়ুনঃ গেরুয়া সন্ত্রাসের আবহেই আজ ত্রিপুরায় অভিষেক, করবেন ঐতিহাসিক রোড-শো

ট্যুইটারে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা লিখেছেন, মোদি সরকার সমস্ত রকম বর্বরতার সীমা অতিক্রম করে গিয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে পুলিশ মারধর করেছে। তাঁর চশমা ছুড়ে ফেলে দেওয়া হয়েছে রাস্তায়। বাঁদিকের পাঁজরের হাড়ে চিড় ধরেছে তাঁর। পুলিশের এমনই অবস্থা। কংগ্রেসের সাংসদ প্রমোদ তিওয়ারিকে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। তাঁর মাথায় লেগেছে ও পাঁজরের হাড় ভেঙেছে। এটি গণতন্ত্র?
ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি দফতরে সোমবার হাজিরা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সত্যাগ্রহ মার্চের পরে পায়ে হেঁটেই ইডি দফতরে এদিন হাজির হন রাহুল। সোমবার দুপুর ১২টা নাগাদ ইডি-র দফতরে হাজির হন তিনি। তারপর থেকে দু’দফায় রাহুলকে জিজ্ঞাসাবাদ করে ইডি। মাঝে এক বার সোনিয়া গান্ধীকে দেখতে যান রাহুল। সোমবারের জিজ্ঞাসাবাদের পর্ব শেষ হয় রাতে। মঙ্গলবার ফের ইডির সামনে হাজিরা দিতে হবে রাহুল গান্ধীকে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version