Friday, May 16, 2025

আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মর্জি মতো রাজ্য চালাচ্ছেযোগী সরকার (Yogi Adityanath Government),রবিবারের ঘটনা ফের সেটাই প্রমাণ করে দিয়েছে। বুলডোজারের গুঁতোয় গুঁড়িয়ে (Demolition)দেওয়া হয়েছে অভিযুক্ত মহম্মদ জাভেদের প্রয়াগরাজের (Prayagraj)বাড়ি । ঘটনার তীব্র নিন্দা করেছেন এলাহাবাদ হাইকোর্টের (Allahabad Highcourt) প্রাক্তন প্রধান বিচারপতি গোবিন্দ মাথুর (Govind Mathur)। ইতিমধ্যেই জল গড়িয়েছে আদালত পর্যন্ত। বুলডোজার দিয়ে এভাবে বাড়ি ভাঙার বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্ট, মধ্যপ্রদেশ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। সেই ঘটনার রেষ কাটতে না কাটতেই নয়া বিতর্কে জড়াল যোগী প্রশাসন। জানা গেছে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে জাভেদের যে বাড়ি ভেঙে দিয়েছে প্রশাসন, বাড়িটি আদৌ জাভেদের নামেই নয়, তাঁর স্ত্রী পারভীন ফতিমার (Parveen Fatima) নামে !

প্রয়াগরাজের ঘটনার জেরে আদিত্যনাথের সরকারের নিন্দায় রাজনৈতিক মহলের একাংশ। জাভেদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে যোগী সরকার। সংবাদমাধ্যমের ক্যামেরাবন্দি হয়েছেন সে দৃশ্য। কিন্তু এবার প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। প্রশাসন যে বাড়িটি ভেঙেছে সেই বাড়ির মালিক জাভেদের স্ত্রী। প্রয়াগরাজের জলকল বিভাগের রসিদ বলছে জলের বিল হিসেবে ৪,৫৭৮ টাকা মিটিয়ে দিয়েছিলেন ফতিমা। চলতি অর্থবর্ষের বাড়ির কর হিসেবে দেয় টাকাও মিটিয়ে দেওয়া ছিল পুরোপুরি। তবুও এক দিনের নোটিসে কী করে রবিবার গুঁড়িয়ে দেওয়া হল বাড়ি? কীভাবেই বা জাভেদের নামে নোটিস দিয়ে ফতিমার বাড়ি ভাঙল প্রশাসন? আইন বিশেষজ্ঞরা বলছেন, এভাবে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কোনও দিক দিয়েই আইনসম্মত নয়। যদিও প্রশাসনের তরফ থেকে এই নিয়ে এখনও কোনও মন্তব্য পাওয়া যায় নি।



Related articles

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...

এভারেস্টের চূড়া থেকে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাঙালির পদচিহ্ন পড়ার আনন্দ নিমেষে মিলিয়ে গেল মৃত্যুর দুঃসংবাদে। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের (Ranaghat)...

NRI কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় প্রায় চব্বিশ কোটি টাকার জালিয়াতি!

ভুয়ো এনআরআই (NRI) কোটায় মেডিক্যালে ভর্তির মামলার তদন্তে ২৩ কোটি ৬৭ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট...

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...
Exit mobile version