চড়া জ্বালানির দামে এখনও অস্বস্তিতে রয়েছে কলকাতা। একশোর ওপরেই চলছে জ্বালানির দাম। গত কয়েকদিন ধরেই পেট্রোল-ডিজেলের দামে বদল হয়নি। গতকালও দামও একই ছিল। গত ২৫ দিন ধরে কলকাতায় দাম একই আছে। ২২ মে থেকে জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন১০৪ ঘণ্টার লড়াইয়ের পর কুয়ো থেকে উদ্ধার ১১ বছরের কিশোর
আজ কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৬.০৩ টাকা। আজ ডিজেলের দাম ৯২.৭৬ টাকা প্রতি লিটার।
দেশের অন্যান্য শহরে পেট্রোলের লিটার প্রতি দাম যথাক্রমে- দিল্লিতে ৯৬.৭২টাকা, মুম্বাইতে-১১১.৩৫টাকা, চেন্নাইতে- ১০২.৬৩টাকা, বেঙ্গালুরুতে-১১১.৯৪টাকা।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের রেকর্ড হারে বাড়ছে। ব্যারেল প্রতি তেলের দাম ১০ বছরে সর্বোচ্চে গিয়ে ঠেকল। তাতে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল কিনতে ১২২ ডলার খরচ করতে হচ্ছে ভারতকে, ভারতীয় মুদ্রায় যা ৯ হাজার ৫৩৩ টাকার মতো। আন্তর্জাতিক বাজারে তেলের এই দামবৃদ্ধিতে ভারতে তেলের দামের উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।