Monday, May 5, 2025

কী অবস্থা রুশ প্রেসিডেন্টের (President of Russia)? পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়াতে পারছেন না পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে বারবার আলোচনা হয়েছে প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে। তাঁর রণনীতি নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা হয়েছে। লড়াকু মনোভাবাপন্ন ভ্লাদিমির পুতিন (Vladimir Vladimirovich Putin) নিজে সামরিক বাহিনীতে ছিলেন। আর আজ কিনা ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত পারছেন না। সম্প্রতি প্রকাশ্যে আসা এক ভিডিও ঘিরে পুতিনকে নিয়ে নয়া জল্পনা তৈরি হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রচণ্ড হাত কাঁপছে পুতিনের। ঠিকমতো দাঁড়াতেও পারছেন না রুশ প্রেসিডেন্ট। তারপর থেকেই অনেকে দাবি করতে শুরু করেছেন যে পুতিন নাকি কার্যত পঙ্গু হয়ে গিয়েছেন।

গত মার্চ মাসে পাঁচ দেশের গোয়েন্দা জোট ‘ফাইভ আইজ’ (Five eyes) দাবি করে পুতিন ক্যানসারে আক্রান্ত। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ব্রিটেন ও আমেরিকা- এই পাঁচটি দেশের গোয়েন্দাজোট বলছেন, ইদানিং কালে রুশ প্রেসিডেন্টকে কিছুটা অস্বাভাবিক আচরণ করতে দেখা যাচ্ছে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’-এ পুতিনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে সম্প্রতি ক্রেমলিনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুতিন (Vladimir Putin)। সেখানে এক ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিখ্যাত রুশ পরিচালক নিকিতা মিখাইলভকভকে (Nikita Sergeyevich Mikhalkov)পুরস্কার দেওয়ার সময় স্থির হয়ে দাঁড়াতে পারছেন না পুতিন। স্পষ্ট বোঝা যাচ্ছে নিজের হাতের উপর কার্যত কোনও নিয়ন্ত্রণই রাখতে পারছেন না তিনি। মঞ্চে ঠিকমতো দাঁড়াতেও পারছেন না ৬৯ বছরের রুশ প্রেসিডেন্ট। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য আন্তর্জাতিক মহলে।



Related articles

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...
Exit mobile version