Friday, August 29, 2025

প্রথমবার হাজিরা এড়ালেও দ্বিতীয়বার হাজিরা দিলেন কয়লা বিধায়ক শওকত মোল্লা। , বুধবার নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন তিনি। কয়লা পাচারকাণ্ডের তদন্তে সিবিআই আধিকারিকরা তাঁকে জেরা করছেন। এর আগেও তাঁকে তলব করা হয়েছিল। কিন্ত একাধিক কর্মসূচি থাকায় তিনি হাজিরা দেননি। সেকথা আইনজীবী মারফৎ চিঠি দিয়ে জানিয়েছিলেন টিএমসি বিধায়ক।

কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling) দ্বিতীয়বারের নোটিসে সিবিআইয়ের (CBI) মুখোমুখি হন ক্যানিং পূর্বের (Canning East) তৃণমূল বিধায়ক (TMC MLA) সওকত মোল্লা।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, কয়লাকাণ্ডে কয়েকজন কয়লা মাফিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে একজন দাবি করেন, তৃণমূল বিধায়ক সওকত মোল্লার অফিসে প্রভাবশালী নেতার সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকে কী আলোচনা হয়েছিল, কারা উপস্থিত ছিলেন, তা জানতেই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি।
বিধায়ক জানিয়েছেন, তার কাছে সিবিআই যা জানতে চেয়েছিলেন তা তিনি জানাতে সক্ষম হয়েছেন। এর পরও যদি সিবিআই তাকে ডাকে অবশ্যই তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

প্রায় সাড়ে আটঘন্টা ধরে ম্যারাথন জেরা তৃণমূল বিধায়ককে। নির্দিষ্ট বেশ কয়েকটি তথ্যের ভিত্তিতে তাঁকে জেরা তদন্তকারী সংস্থার।জেরাপর্ব শেষে বেরিয়েই বিজেপিকে তীব্র আক্রমণ শওকত মোল্লার। প্রতিহিংসার রাজনীতি নিয়ে সরব তিনি। তবে এদিন সিবিআই দফতরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের এসপি’র নেতৃত্বে সওকতকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা যাচ্ছে। বিশেষ করে বেশ কয়েকটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাঁকে জেরা করা হয়।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version