Thursday, August 28, 2025

‘অগ্নিপথ’-এর প্রতিবাদে অগ্নিগর্ভ বিহার, অগ্নি সংযোগ-অবরোধের ব্যাহত জনজীবন

Date:

সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্প ‘অগ্নিপথ’ বাতিলের দাবিতে অগ্নিগর্ভ বিহারের (Bihar) একাধিক এলাকা। তাঁদের সুযোগ নষ্ট করে দেওয়া হচ্ছে এই অভিযোগে জায়গায় জায়গায় রেল (Rail) অবরোধ, ট্রেন (Train) ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রেল, বাস (Bus), জাতীয় সড়ক অবরোধের জেরে বিপর্যস্ত জনজীবন।

দুদিন আগেই ‘অগ্নিপথ’ প্রকল্পের ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রকল্পের অধীন ১৭-২১ বছরের তরুণ-তরুণীরা চার বছরের জন্য মাসিক ৩০-৪৫ হাজার টাকার চুক্তির ভিত্তিতে সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। তাঁদের ‘অগ্নিবীর’ বলা হবে। চতুর্থ বছরের শেষে সেনায় শূন্য পদ ও যোগ্যতার ভিত্তিতে সেই ব্যাচের ২৫ শতাংশ অগ্নিবীরকে সেনায় অন্তর্ভুক্ত করা হবে। বাকিদের ১১-১২ লক্ষ টাকা হাতে অবসর দেওয়া হবে। কোনও পেনশন থাকবে না।

এই প্রকল্পের সমালোচনা করেছে কেন্দ্রের বিরোধী দলগুলি। এই প্রকল্প প্রত্যাহারের দাবিতে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বিহার। গয়া, পটনা, মুজফফ্‌রপুর-সহ নানা জায়গায় রেল অবরোধ করেন চাকুরিপ্রার্থীরা। বিক্ষোভ ছড়ায় বক্সার, ছপরা, বেগুসরাই, নওয়াদা, আরা, জেহানাবাদ, মুঙ্গেরের মতো এলাকায়। মোদি-বিরোধী স্লোগান উঠেছে বিক্ষোভ থেকে। রেলের পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালানো হয়। পাথর ছোড়া, গাড়ি ও ট্রেন ভাঙচুরের মতো ঘটনা ঘটে। ছপরায় ট্রেনেও আগুনও ধরানো হয়। ট্রেনলাইনের উপরে জ্বালানো হয় টায়ার। পুলিশ বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের শেল পাঠানো হয়।

আরও পড়ুন:ইউরোপীয় আন্তর্জাতিক থ্রেবিয়া পুরস্কার জিতে নিলেন প্রথম ভারতীয় বহুমুখী প্রতিভাসম্পন্ন বাংলার বাউল পাপিয়া ঘোষাল

 

 

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version