Sunday, November 9, 2025

বাইরে ধর্নায় বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। অথচ অধিবেশনের মধ্যে তার নামে ভোট পড়ল! কীভাবে সম্ভব। এই নিয়েই বৃহস্পতিবার সরগরম বিধানসভা (Assembly)। অনুপস্থিত বিরোধী দলনেতা-সহ আরেক বিজেপি (BJP) বিধায়কের নামে পড়ে বলে অভিযোগ। ঘটনা নিয়ে তদন্তের দাবি জানায় তৃণমূল (TMC)। যদিও পরে স্পিকার বিষয়টি অগ্রাহ্য করছেন বলে জানান। এদিন, কৃষি বিশ্ববিদ্যালয় সংশোধনী বিলটি বিধানসভায় পাশ হয়। আর তার ভোটাভোটি নিয়েই এই বিভ্রাট।

বৃহস্পতিবার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বিলের সময় অধ্যক্ষ পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক ভোট যন্ত্র ব্যবহারের নির্দেশ দেন। পাশাপাশি স্লিপের মাধ্যমে চিরাচরিতভাবে ও বিলের পক্ষে এবং বিপক্ষে ভোট নেওয়া হয়। সিস্টেম পরিচালনা করার জন্য অধিবেশন কক্ষে হাজির ছিলেন পিডব্লুডি’র ইঞ্জিনিয়ার। শিখিয়ে দিয়েছেন ভোট দেওয়ার পদ্ধতি। বৈদ্যুতিন ভোটের তথ্য হাতে দেওয়ার পর বিজেপি বিধায়কদের নাম ডেকে উপস্থিতি যাচাই করে দেখতে থাকেন স্পিকার। তাতে দেখা যায় বিলের বিপক্ষে ভোট পড়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর নামে। কিন্তু তাঁরা তখন বিধানসভার বাইরে ধর্নায়।

এর পরেই তৃণমূল বিধায়করা হট্টগোল শুরু করে দেন। তাঁরা অভিযোগ করেন বিপক্ষের ভোট বাড়াতে শুভেন্দু, মিহিরের হয়ে ভোট দিয়ে দিয়েছেন অধিবেশনে উপস্থিত বিজেপি বিধায়করা। কিন্তু পাল্টা বিজেপি বিধায়করা দাবি করেন, তদন্ত করে দেখা হোক তা হলেই প্রকৃত সত্য উদ্ঘাটন হবে। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস দাবি করেন, যেহেতু আচার্য বিলের ভোটাভুটিতে যে ভুল হয়েছিল, তার যেমন তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সে ভাবেই বিরোধী দলনেতার ভোট কী ভাবে পড়েছে, তা জানতে তদন্তের নির্দেশ দিন স্পিকার। কিন্তু স্পিকার জানান, কারও অনিচ্ছাকৃত ভুলে এমন ঘটনা ঘটে গিয়েছে। তাই এই বিষয়টিকে অগ্রাহ্য করছেন তিনি। তার পরেই বিলের ভোটাভুটির ফলাফল ঘোষণা করেন স্পিকার। সেখানে ১১৯-৫৩ ভোটে কৃষি বিশ্ববিদ্যালয় সংশোধনী বিলটি পাশ হয়ে যায়।

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version