Sunday, August 24, 2025

বৃহস্পতিবার বিকেলে রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। সঙ্গে ছিলেন স্ত্রী সোনাম। এদিন ক্রীড়ামন্ত্রী উত্তরীয় পরিয়ে এবং মিষ্টির হাঁড়ি তুলে দেন সুনীলের হাতে।

হংকং (Hong Kong) ম্যাচ জিতে ভারত (India) এফসি এশিয়ান কাপে ( AFC Asian Cup) খেলার যোগ্যতা অর্জন করার পরই অধিনায়ক সুনীল ছেত্রী ( Sunil Chhetri) বলেছিলেন, তিনি আগামী বছর এশিয়ান কাপের মূলপর্বে খেলবেন কি না, জানেন না। বৃহস্পতিবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ব্যক্তিগত কাজে দেখা করতে এসেছিলেন সস্ত্রীক সুনীল। ক্রীড়ামন্ত্রী ভারত অধিনায়ককে সংবর্ধিত করেন। উত্তরীয় পরিয়ে এবং মিষ্টির হাঁড়ি তুলে দেন সুনীলের হাতে। সেখানে বসে ৮৪ আন্তর্জাতিক গোলের মালিক বলেন, ‘‘এশিয়ান কাপ এখনও দেরি আছে। ৩৫ জন সম্ভাব্য দলের মধ্যে আমিও থাকব। কিন্তু চূড়ান্ত দলে থাকব কি না, সেটা কোচ ঠিক করবে। বাকিদের মতো নিশ্চয়ই আমারও সুযোগ থাকবে।’’

সুনীল বুঝিয়ে দিলেন, আগামী কয়েকদিন বিশ্রাম নিয়ে এশিয়ান কাপের মূলপর্বে খেলার জন্য নিজেকে ফিট রাখার প্রস্তুতি শুরু করে দেবেন। বললেন, ‘‘মূলপর্বে অনেক শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে। তাই ভারতীয় দলের প্রস্তুতি ভাল হওয়া চাই। কলকাতায় শিবির হলে তো খুশিই হব। কিন্তু কোথায় জাতীয় শিবির হবে, সেটা কোচ, ফেডারেশন ঠিক করবে।’’ পাশে বসে রাজ্যের ক্রীড়ামন্ত্রী বললেন, ‘‘কলকাতায় ফুটবলের দুর্দান্ত পরিকাঠামো। রাজ্য সরকার যেভাবে সাহায্য করে, তাতে খুশি এআইএফএফ। আমরা চাই, এশিয়ান কাপের আগে জাতীয় শিবির এখানেই হোক।’’

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসের জন্য প্রাথমিক দল ঘোষণা করল অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version