Friday, November 7, 2025

বৃহস্পতিবার বিকেলে রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। সঙ্গে ছিলেন স্ত্রী সোনাম। এদিন ক্রীড়ামন্ত্রী উত্তরীয় পরিয়ে এবং মিষ্টির হাঁড়ি তুলে দেন সুনীলের হাতে।

হংকং (Hong Kong) ম্যাচ জিতে ভারত (India) এফসি এশিয়ান কাপে ( AFC Asian Cup) খেলার যোগ্যতা অর্জন করার পরই অধিনায়ক সুনীল ছেত্রী ( Sunil Chhetri) বলেছিলেন, তিনি আগামী বছর এশিয়ান কাপের মূলপর্বে খেলবেন কি না, জানেন না। বৃহস্পতিবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ব্যক্তিগত কাজে দেখা করতে এসেছিলেন সস্ত্রীক সুনীল। ক্রীড়ামন্ত্রী ভারত অধিনায়ককে সংবর্ধিত করেন। উত্তরীয় পরিয়ে এবং মিষ্টির হাঁড়ি তুলে দেন সুনীলের হাতে। সেখানে বসে ৮৪ আন্তর্জাতিক গোলের মালিক বলেন, ‘‘এশিয়ান কাপ এখনও দেরি আছে। ৩৫ জন সম্ভাব্য দলের মধ্যে আমিও থাকব। কিন্তু চূড়ান্ত দলে থাকব কি না, সেটা কোচ ঠিক করবে। বাকিদের মতো নিশ্চয়ই আমারও সুযোগ থাকবে।’’

সুনীল বুঝিয়ে দিলেন, আগামী কয়েকদিন বিশ্রাম নিয়ে এশিয়ান কাপের মূলপর্বে খেলার জন্য নিজেকে ফিট রাখার প্রস্তুতি শুরু করে দেবেন। বললেন, ‘‘মূলপর্বে অনেক শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে। তাই ভারতীয় দলের প্রস্তুতি ভাল হওয়া চাই। কলকাতায় শিবির হলে তো খুশিই হব। কিন্তু কোথায় জাতীয় শিবির হবে, সেটা কোচ, ফেডারেশন ঠিক করবে।’’ পাশে বসে রাজ্যের ক্রীড়ামন্ত্রী বললেন, ‘‘কলকাতায় ফুটবলের দুর্দান্ত পরিকাঠামো। রাজ্য সরকার যেভাবে সাহায্য করে, তাতে খুশি এআইএফএফ। আমরা চাই, এশিয়ান কাপের আগে জাতীয় শিবির এখানেই হোক।’’

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসের জন্য প্রাথমিক দল ঘোষণা করল অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া

 

Related articles

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...

জোর ধাক্কা কেন্দ্রের, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের

আদালতে জোর ধাক্কা কেন্দ্রের বিজেপি সরকারের। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া আটকে রেখে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে চলেছে মোদি-...

“জন-গণ-মন” নিয়ে রবি ঠাকুরকে অপমান বিজেপি সাংসদের! ক্ষমা চাওয়ার দাবি কুণালদের

রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান কর্নাটকের বিজেপি (BJP) সাংসদ বিশ্বেশ্বর কাগেরির। এ প্রসঙ্গে বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল (TMC)। বিজেপি সাংসদের...
Exit mobile version