Wednesday, August 20, 2025

অগ্নিপথের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ! বিহারের উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা

Date:

আজও অব্যাহত ‘অগ্নিপথ’-এর প্রতিবাদে বিক্ষোভ। দেশজুড়ে দফায় দফায় চলছে বিক্ষোভ। যা নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা। এদিন বিহারের সমস্তিপুরের পর উত্তরপ্রদেশের বালিয়া ও তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ স্টেশনে ট্রেনে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। ভাঙচুর করা হয় রেলস্টেশন, ট্রেনের জানলা। পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও রেলরক্ষী বাহিনীর সদস্যরা উঠে পড়ে লাগে। পরে পরিস্থিতি আয়ত্তে আনেন। জ্বলন্ত কামরাগুলি তড়িঘড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুন:আর কিছুক্ষণ পরেই জয়েন্ট এন্ট্রাসের ফলপ্রকাশ, কীভাবে দেখবেন রেজাল্ট?


অগ্নিপথের প্রতিবাদে শুধু রেলস্টেশনে হামলা বা রাস্তায় অবরোধ-বিক্ষোভ নয়, বিহারে নীতীশ কুমার সরকারের উপমুখ্যমন্ত্রী, বিজেপি নেত্রী রেণুদেবীর পশ্চিম চম্পারণ জেলার বেতিয়ায় গ্রামের বাড়িতে বিক্ষোভকারীরা হামলা চালায়। আপাতত রেণু বেতিয়ায় নেই। তিনি পাটনায় আছেন।লক্ষ্ণীসরাইয়ে বিজেপির অফিসেও হামলা হয়েছে বলে অভিযোগ। বেগুসরাইতে কয়েকশো ছাত্র মূল সড়ক দখল করে আছে।


গোটা ঘটনার জেরে ব্যাহত ট্রেন চলাচল।মাঝ রাস্তায় আটকে গিয়েছে হাওড়া-শিয়ালদহ থেকে ছাড়া আটটি ট্রেন। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে পূর্বা, দুন, শিয়ালদা-নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-মুম্বই CSTM, হাওড়া-অমৃতসর মেল। এছাড়াও সময়সূচি বদলাতে পারে হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, আসানসোল-টাটা এক্সপ্রেস, জয়নগর-হাওড়া এক্সপ্রেস, মালদা টাউন-কিউল এক্সপ্রেসের। বাতিল করা হয়েছে মালদা টাউন-লোকমান্য এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস।



Related articles

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...
Exit mobile version