Wednesday, August 20, 2025

অগ্নিপথের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ! বিহারের উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা

Date:

আজও অব্যাহত ‘অগ্নিপথ’-এর প্রতিবাদে বিক্ষোভ। দেশজুড়ে দফায় দফায় চলছে বিক্ষোভ। যা নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা। এদিন বিহারের সমস্তিপুরের পর উত্তরপ্রদেশের বালিয়া ও তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ স্টেশনে ট্রেনে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। ভাঙচুর করা হয় রেলস্টেশন, ট্রেনের জানলা। পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও রেলরক্ষী বাহিনীর সদস্যরা উঠে পড়ে লাগে। পরে পরিস্থিতি আয়ত্তে আনেন। জ্বলন্ত কামরাগুলি তড়িঘড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুন:আর কিছুক্ষণ পরেই জয়েন্ট এন্ট্রাসের ফলপ্রকাশ, কীভাবে দেখবেন রেজাল্ট?


অগ্নিপথের প্রতিবাদে শুধু রেলস্টেশনে হামলা বা রাস্তায় অবরোধ-বিক্ষোভ নয়, বিহারে নীতীশ কুমার সরকারের উপমুখ্যমন্ত্রী, বিজেপি নেত্রী রেণুদেবীর পশ্চিম চম্পারণ জেলার বেতিয়ায় গ্রামের বাড়িতে বিক্ষোভকারীরা হামলা চালায়। আপাতত রেণু বেতিয়ায় নেই। তিনি পাটনায় আছেন।লক্ষ্ণীসরাইয়ে বিজেপির অফিসেও হামলা হয়েছে বলে অভিযোগ। বেগুসরাইতে কয়েকশো ছাত্র মূল সড়ক দখল করে আছে।


গোটা ঘটনার জেরে ব্যাহত ট্রেন চলাচল।মাঝ রাস্তায় আটকে গিয়েছে হাওড়া-শিয়ালদহ থেকে ছাড়া আটটি ট্রেন। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে পূর্বা, দুন, শিয়ালদা-নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-মুম্বই CSTM, হাওড়া-অমৃতসর মেল। এছাড়াও সময়সূচি বদলাতে পারে হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, আসানসোল-টাটা এক্সপ্রেস, জয়নগর-হাওড়া এক্সপ্রেস, মালদা টাউন-কিউল এক্সপ্রেসের। বাতিল করা হয়েছে মালদা টাউন-লোকমান্য এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস।



Related articles

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...

রাজ্যপালের নাম ভাঙিয়ে প্রতারণা! সতর্ক করল রাজভবন 

রাজ্যপালের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় তীব্র সতর্কবার্তা জারি করল রাজভবন। অভিযোগ, প্রতারকরা নিজেদের রাজ্যপালের দফতরের...
Exit mobile version