Sunday, November 2, 2025

অগ্নিপথের বিক্ষোভের আঁচ এবার বাংলাতেও,রেল অবরোধ করে বিক্ষোভ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাও

Date:

অগ্নিপথের বিক্ষোভের আঁচ এসে পড়ল বঙ্গভূমিতেও। চুক্তিভিত্তিক সেনাকর্মী নিয়োগের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে ঠাকুরনগর , ভাটপাড়া-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ। একাধিক স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। অফিসটাইমে এই বিক্ষোভের জেরে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। এমনকী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও করে প্রতিবাদে সরব হয়েছেন চাকরীপ্রার্থীরা।



আরও পড়ুন:‘অগ্নিপথ’-এর প্রতিবাদে অগ্নিগর্ভ দেশ, ট্রেনে আগুন


এদিন সকালে ঠাকুরনগর স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা। অবরোধে আটকে পড়ে আপ ও ডাউনের বিভিন্ন ট্রেন। এর জেরে শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। কাজের দিনে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছয়।কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের বিরোধিতায় এবার হাওড়া ব্রিজ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় বহু বিক্ষোভকারী। শুক্রবার সকালে হাওড়া ব্রিজে প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামে তারা। যার জেরে বিপাকে পড়েন অফিসযাত্রীরা। বিক্ষোভ আটকাতে লাঠিচার্জ করে পুলিশ।


মঙ্গলবার অগ্নিপথ প্রকল্পের ঘোষণার পরই দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। চাপে পড়ে অগ্নিপথে নিয়োগের ক্ষেত্রে কিছু নিয়ম শিথিল করে মোদি সরকার।  নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হয়েছে। যদিও তাতেও ক্ষোভে ফুঁসছে সাদারণ মানুষ। বাংলার বিক্ষোভকারীদের একাংশ মোদি সরকারের উপর ক্ষভ উগড়ে বলেন,‘দেশের জন্য যাঁরা প্রাণ দেবেন, তাঁদের জন্য এই সুবিধা! আর যাঁরা দেশকে লুটেপুটে খাচ্ছেন, তাঁদের লাখ লাখ টাকার ভাতা দেওয়া হচ্ছে।’

Related articles

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...

চড়ছে প্রত্যাশার পারদ, আজ বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের সামনে ভারতীয় মহিলা ক্রিকেট দল 

সেমিফাইনালে অসাধ্য সাধন, ফাইনালে একটাই স্লোগান "bring it home"! ১৪০ কোটির দেশ আজ তাকিয়ে আছে ভারতীয় মেয়েদের (Indian...

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...
Exit mobile version