Tuesday, November 11, 2025

গেহলটের ভাইয়ের বাড়িতে CBI হানা, ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ কংগ্রেসের

Date:

একদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে(Rahul Gandhi) ম্যারাথন জেরা চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। এরই মাঝে এবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের(Ashok Gehlot) ভাই অগ্রসেন গেহলটের(Agrasen Gehlot) বাড়িতে তল্লাশি অভিযান শুরু করল সিবিআই। সূত্রের খবর, অশোক গেহলটের অফিসেও তল্লাশি অভিযান চালানো হয়েছে। যদিও সিবিআইয়ের এই অভিযানকে পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তুলেছে কংগ্রেস(Congress) নেতৃত্ব।

সংবাদমাধ্যম সূত্রের খবর, যোধপুরে অগ্রসেন গেহলটের (Ashok Gehlot Brother) বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই (CBI)। সেই সঙ্গে আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হবে বলে জানা গিয়েছে। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতৃত্বরা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এদিন টুইটারে লেখেন, “প্রতিহিংসার রাজনীতি সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। গত তিন দিন ধরে দিল্লিতে প্রতিবাদ করেছেন কংগ্রেস নেতা কর্মীরা। তাঁদের নেতৃত্বের অন্যতম মুখ ছিলেন অশোক গেহলট। সেই জন্যই মোদি সরকার এই পদক্ষেপ করেছে। এই ঘটনায় আমরা চুপ করে থাকব না।”

উল্লেখ্য, সার রপ্তানি মামলায় ইডির নজরে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রীর ভাই। দিল্লিতে ইউপিএ সরকার থাকাকালীন বেআইনিভাবে সার রপ্তানি করার অভিযোগ রয়েছে অগ্রসেন গেহলটের বিরুদ্ধে। অভিযোগ, ২০০৭ ও ২০০৯ সালে বেআইনি ভাবে সার রপ্তানিতে যুক্ত ছিল অগ্রসেনের সংস্থা অনুপম কৃষি। কৃষকদের জন্য বরাদ্দ সার বিদেশে বিক্রি করা হয়েছিল বলে জানিয়েছে ইডি। ভরতুকি দেওয়া সার বিক্রি করার জন্যই অগ্রসেনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।


Related articles

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...
Exit mobile version