Sunday, August 24, 2025

সাতপাকে ঘুরে সাতজন্ম ধরে একসঙ্গে থাকা, বিয়ে (Marrige) নিয়ে অনেক স্বপ্ন অনেক আশা। এমনিতেই বিয়ে মানে হাজার রকম নিয়ম। তার উপর আবার যদি আজগুবি শর্ত জারি করা হয় তাহলে তো মহা বিপদ। এমন কথাই ভাবেন রাজস্থানের (Rajasthan) পালি জেলার (Pali district) হবু বরেরা (Groom)। কারণ এই জেলার নিয়ম অনুসারে বিয়ে করতে গেলে পাত্রকে দাড়ি কেটে ফেলতে হবে। পঞ্চায়েতের এই নিয়মে নাস্তানাবুদ বিবাহযোগ্য পাত্ররা।

ভারতবর্ষে নানা সম্প্রদায়ের মানুষের বসবাস। একেক জায়গায় বিয়ের ক্ষেত্রে একেক রকমের নিয়ম মানা হয়। কিন্তু তাই বলে দাড়ি থাকলে বিয়ের পিঁড়িতে বসা যাবে না এমন নিয়ম কস্মিনকালেও কেউ শোনেননি বোধহয়। অথচ এই নিয়মই চলে আসছে রাজস্থানের পালি জেলায়।পালি জেলার প্রায় ১৯টি গ্রামে এই ধরনের নিয়ম চালু করেছে পঞ্চায়েত। তাঁদের তরফ থেকে বলা হয়েছে, পুরুষরা বিয়ে করতে চাইলে তাদের দাড়ি থাকলে চলবে না। অর্থাৎ বিয়ে করার জন্য দাড়ি কেটে ফেলা বাধ্যতামূলক। মানে দাড়ি থাকলেও তা কেটে একেবারে পরিষ্কার হয়ে তবেই বিয়ের পিঁড়িতে বসতে পারবেন বর। সেখানকার মানুষেরা জানান প্রত্যেকটি বিয়ের ক্ষেত্রেই এমন নিয়ম প্রযোজ্য করেছে রাজস্থানের এই পঞ্চায়েত। পঞ্চায়েতের হস্তক্ষেপ এখানেই শেষ নয়, বিয়ের মেনু থেকে কনের গায়ের গয়না, সবটাই ঠিক করে দেন পঞ্চায়েতের কর্তারা। কিন্তু কেন এমন উদ্ভট নিয়ম? কোনও স্পষ্ট জবাব পাওয়া যায় না। তবে বিয়ের সময় খরচের উপর রাশ টানতেই এই ধরনের নিয়ম চালু করা হয়েছে বলে মনে করেন অনেকে।



Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version