প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হিরাবেন ১০০ বছরে পা দিলেন শনিবার। আর এই শুভ দিনে মায়ের কাছে আশীর্বাদ নিতে ছুটে এলেন প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রীর পরিবারের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যে, ১৮ জুন ঘরোয়াভাবে ১০০ বছরের জন্মদিন পালন করতে চলেছেন তাঁরা। ১৯২৩ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন হিরাবেন।
সেই উপলক্ষে শনিবার সকালেই মা- ছেলের সাক্ষাৎ হল। গুজরাতের গান্ধীনগরের কাছে নরেন্দ্র মোদির ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গে থাকেন মা হিরাবেন। সেই বাড়িতেই ১৭ তারিখ সন্ধ্যায় পৌঁছে যান প্রধানমন্ত্রী। নিজের জন্মদাত্রী পা ধুয়ে দিয়ে আশীর্বাদ প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, তিনি নিজের ওয়েবসাইটে লিখলেন একটি ব্লগও। সেখানে লিখলেন মা শব্দের অর্থ তাঁর কাছে কী।তিনি লিখেছেন. ‘ মা অভিধানে থাকা একটি শব্দ নয় । এটি অপরিসীম এক আবেগকে ব্যখা করে। ভালবাসা, ধৈর্য্য, বিশ্বাস ও আরও অনেক কিছু। সারা পৃথিবীজুড়ে, দেশ, কাল, ভুগোলের সীমা ছাড়িয়ে প্রতিটি শিশুর তাঁর মায়ের প্রতি এক বিশেষ ভালবাসার স্থান থাকে। একজন মা শুধু একটি শিশুকে জন্মই দেন না। বরং তাঁকে বড় করে তোলেন। তাঁকে বাঁচিয়ে তোলেন। আত্মবিশ্বাসে ভরিয়ে তোলেন। আর মায়েরা আত্মত্যাগ করেন নিজের সন্তানের জন্য।