Tuesday, August 26, 2025

প্রেমের জালে ইঞ্জিনিয়ার, প্রতিরক্ষা মন্ত্রকের গোপন নথি পাচার পাকিস্তানে

Date:

প্রেমের ফাঁদে পড়ে দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগ উঠল ডিআরডিও’র (DRDO) এক ল‌্যাব ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) মিসাইল প্রোগ্রামের গোপন নথি পাকিস্তানের এক গুপ্তচরের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠল দুক্কা মল্লিকার্জুন রেড্ডির (Mallikarjuna Reddy Dukka)বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে তেলেঙ্গানা পুলিশের বিশেষ দল।

কী করে পাচার হল দেশের প্রতিরক্ষামন্ত্রকের এত গুরুত্বপূর্ণ নথি? পুলিশের দাবি, আমেরিকার প্রতিরক্ষা সম্পর্কিত একটি জার্নালের সঙ্গে যুক্ত পরিচয় দিয়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এক মহিলা সদস‌্যা মল্লিকার্জুনের সঙ্গে বছর দু’য়েক আগে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করেন। তদন্তকারী অফিসারদের অনুমান ওই মহিলা গুপ্তচর ইচ্ছে করেই প্রেমের সম্পর্ক তৈরি করেছিলেন ডিআরডিও’র ল‌্যাব ইঞ্জিনিয়ারের সঙ্গে। তিনি একাধিক নাম ব্যবহার করেছেন আর আগেও। দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল বলে জানা যায়। বছর দুয়েক আগে অর্থাৎ ২০২০ সালে বালাপুরে রিসার্চ সেন্টার ইমারতে (RCI) ডিফেন্স রিসার্চ অ‌্যান্ড ডেভলপমেন্ট ল‌্যাবরেটরির (DRDL)মিসাইল প্রকল্পের ছবি ও তথ‌্য, ওই নাতাশা ওরফে সিমরন চোপড়া ওরফে অমিশা আড্ডি নামের মহিলাকে পাঠান মল্লিকার্জুন। এরপরই তৎপর হয় প্রতিরক্ষা মন্ত্রক। অভিযুক্ত দুক্কা মল্লিকার্জুন রেড্ডিকে (Mallikarjuna Reddy Dukka) হায়দরাবাদের মিরপেট থেকে শুক্রবার গ্রেফতার করেছে তেলেঙ্গানা পুলিশের স্পেশাল অপারেশনস টিম। পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তের বাড়ি থেকে দু’টি মোবাইল ফোন, ল‌্যাপটপ, একটি সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।



Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version