Thursday, August 28, 2025

ফের বিজেপির অন্দরে ক্ষোভ, অনুগামীদের ‘চুপচাপ বসে’ যাওয়ার নির্দেশ দুধকুমারের!

Date:

একে একে পাপড়ি খসে পড়ছে পদ্ম শিবিরের। সঙ্গে রয়েছে গোষ্ঠী কোন্দল। এইসব সামলাতে যখন হিমশিম খাচ্ছে বিজেপির (BJP) রাজ্য নেতৃত্ব তখন আবার বেসুরো বীরভূমের (Birbhum) বিজেপির নেতা দুধকুমার মণ্ডল (Dudh Kumar Mandal)। তাঁর সঙ্গে আলোচনা না করেই ব্লক কমিটি গঠন হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ দুধকুমার অনুগামীদের ‘চুপচাপ বসে’ যাওয়ার নির্দেশ দিলেন।

দুধকুমার মণ্ডল বিজেপির দীর্ঘদিনের নেতা। বিজেপির সংগঠন যখন প্রায় ছিলই না তখন পঞ্চায়েতে জিতে ছিলেন তিনি। দুধকুমারের অভিযোগ, তাঁকে না জানিয়েই জেলা থেকে ব্লক কমিটি তৈরি করা হয়েছে। সেই ক্ষোভের কথা জানিয়ে দুধকুমার ফেসবুকে লেখেন, “জেলা থেকে ব্লক কমিটি আমার সঙ্গে আলোচনা না করে কমিটি গঠন করেছে। তাই ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং কার্যকর্তাগণ আমাকে যাঁরা ভালবাসেন তাঁরা চুপচাপ বসে যান।“ দুধকুমারের ক্ষোভকে আবার সমর্থন জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। এনিয়ে রবিবার ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। দুই মিলিয়েই অস্বস্তিতে বিজেপি।

আরও পড়ুন- মোদি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যুবকদের ‘অগ্নিপথের’ দিকে ঠেলে দিচ্ছে: বিস্ফোরক রাহুল

সম্প্রতি কলকাতায় দুদিনের সফরে আসেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তাঁর উপস্থিতিতে হওয়া কার্যকারিণী সমিতির বৈঠকে আমন্ত্রণ পেয়েও যাননি দুধকুমার। ক্ষোভের কথা কি রাজ্য নেতাদের জানিয়েছেন বিজেপি নেতা? পাল্টা তিনি বলেন, কাকে বলব? পুরনোরা কেউই সম্মান পাচ্ছেন না। অর্থাৎ আদি-নব্যের দ্বন্দ্ব জর্জরিত বিজেপি। তৎকাল বিজেপি-র দাপটে দলে কোণঠাসা আদিরা। দুধকুমারের ঘটনা ফের সেটা প্রমাণ করল। দুধকুমারের ঘটনায় তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, যে দলে রাজ্য নেতৃত্বকে সেই দলের নেতারাই মানেন না, তাদের উপর বাংলার মানুষ আস্থা রাখবে কী করে!

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version