Monday, May 5, 2025

সোমনাথ বিশ্বাস (আগরতলা):

প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে আজ, রবিবার ফের ত্রিপুরায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আগরতলায় এসে পৌঁছবেন তিনি। এরপর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। আগামিকাল, সোমবার সুরমায় দলীয় প্রার্থী অর্জুন নমশূদ্রর সমর্থনে একটি সভা হওয়ার কথা আছে অভিষেকের।

এদিকে ত্রিপুরায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত। তার মধ্যেই উপনির্বাচনের প্রচারে দ্বিতীয় দফায় ত্রিপুরা আসছেন অভিষেক। এর আগে গতসপ্তাহে ৬,আগরতলা ও টাউন বড়দোয়ালি কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের সনর্থনে প্রচারে এসে ঐতিহাসিক রোড-শো এবং একটি বিরাট সভা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অন্যদিকে, সুরমায় অভিষেকের সভার জন্য তৃণমূলের তরফে সমস্ত আয়োজন কার্যত সেরে ফেলা হয়েছে। বৃষ্টির মধ্যেই শান্তিবাজারে মঞ্চও তৈরি হয়ে গিয়েছে। তবে সুরমায় অভিষেকের সভার পুরোটাই নির্ভর করছে আবহাওয়ার উপর। সোমবারের আবহাওয়া কেমন থাকে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় প্রশাসনের তরফে আবার আবহাওয়ার দোহাই দিয়ে অভিষেকের সভা নিয়ে কিছুটা আপত্তি তোলা হচ্ছে বলে খবর।

অন্যদিকে, আগরতলায় সোমবার সকাল ১১টা নাগাদ অভিষেক সাংবাদিকদের মুখোমুখি হবেন। তারপর সুরমার উদ্দেশ্য রওনা হবেন তিনি। সুরমায় অভিষেকের সভাকে কেন্দ্র করে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই শান্তির বাজার এলাকায় তৃণমূলের ফ্ল্যাগ-ফেস্টুন-ব্যানারে মুড়ে ফেলা হয়েছে। অভিষেকের বক্তব্য শোনার জন্য স্থানীয় মানুষ ও তৃণমূল কর্মী-সমর্থমরা প্রবল আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন।

 

Related articles

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...
Exit mobile version