Sunday, August 24, 2025

ত্রিপুরায় তৃণমূলের সংগঠন এবং বাংলায় তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান দেখে সুরমায় একটি পরিবার যোগ দেয় তৃণমূলে (TMC)। আর তার জেরেই বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীদের সন্ত্রাসের শিকার হতে হয় তাদের। বাদ পড়েনি বাড়ির ৮ বছরের শিশু তাপস মালাকারকেও। সোমবার, সুরমায় দলীয় প্রার্থীর হয়ে উপনির্বাচনের প্রচারে গিয়ে ছোট্ট তাপসকে মঞ্চে পাশে বসান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। ছিলেন অন্যান্য আক্রান্তরাও। নিজের গলার উত্তরীয় খুলে শিশুটিকে পরিয়ে দেন অভিষেক।

ত্রিপুরার ( Tripura) তিনটি বিধানসভা কেন্দ্রের সঙ্গেই ২৩ জুন উপনির্বাচন সুরমাতে। কয়েকদিন আগেই সুরমায় রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বল্লভ, বর্শা, তরোয়াল-সহ ধারালো অস্ত্র নিয়ে সদ্য তৃণমূলে যোগদান করা মালাকার পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ। হামলায় গুরুতর জখম হন পরিবারের কর্তা ব্রজবল্লব মালাকার। ব্রজবল্লব ছাড়াও তাঁর দুই ছেলে অবিনাশ ও দিবাকরক এবং ৮ বছরের নাতি তাপসের উপর নির্মম অত্যাচার করা হয়। খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়ান সুরমার তৃণমূল কর্মীরা। জখমদের কোলাই হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তীব্র নিন্দা করেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক (Subol Bhowmik)।

এদিন ত্রিপুরা সফরে সাংবাদিক বৈঠক এবং পরে নির্বাচনী সভা মঞ্চ থেকে ত্রিপুরায় সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে ওঠেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, তৃণমূলকে ভয় পেয়েছে বিজেপি। সেই কারণেই হিংসার রাজনীতি শুরু করেছে। ত্রিপুরায় গণতন্ত্র ভূলুণ্ঠিত। এমনকী, এই অত্যাচার থেকে বাদ যাচ্ছে না তৃণমূল পরিবারের শিশুরাও। এর বিরুদ্ধে সবাইকে জোটবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন অভিষেক। তিনি বলেন, না হলে আগামী দিনে সব রাজ্যবাসীর ওপর এই এই অত্যাচার শুরু হবে। সুরমার উপনির্বাচনে তৃণমূল প্রার্থীকে জয়ী করে আগামী বছর বিধানসভা নির্বাচনের খুঁটিপুজো শুরু করার আহ্বান জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version