Monday, August 25, 2025

অগ্নিপথ বিতর্ক: সুপ্রিমকোর্টে ক্যাভিয়েট দাখিল করল কেন্দ্রীয় সরকার

Date:

কেন্দ্রের সেনা নিয়োগের নয়া প্রকল্প অগ্নিপথকে(Agnipath) কেন্দ্র করে উত্তাল হয়ে উঠ্যেছে গোটা দেশ। এবার অগ্নিপথ ইস্যু গড়াল শীর্ষ আদালতে। কেন্দ্রের অগ্নিপথ কেন্দ্রের বিরোধিতায় ইতিমধ্যেই শীর্ষ আদালতে(Supreme Court) দায়ের হয়েছে ৩ টি মামলা। পাল্টা এই ইস্যুতে সুপ্রিমকোর্টে ক্যাভিয়েট দখল করল কেন্দ্র সরকার(Central Govt)।

মঙ্গলবার শীর্ষ আদালতে কেন্দ্রের তরফে ক্যাভিয়েট দাখিল করে আবেদন জানানো হয়েছে, দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে কেন্দ্রের বক্তব্য না শুনে শীর্ষ আদালত যেন কোনও সিদ্ধান্ত না নেয়। অন্যদিকে, শীর্ষ আদালতে অগ্নিপথ প্রকল্পের প্রেক্ষিতে ৩ টি পিটিশন দাখিল হয়েছে শীর্ষ আদালতে। আর এই পিটিশন দাখিল করেছেন আদালতের তিন আইনজীবী বিশাল তিওয়ারি, এমএল শর্মা ও অজয় সিং। যেখানে অগ্নিপথকে ঘিরে দেশ জুড়ে যে হিংসাত্মক প্রতিবাদ হচ্ছে এবং তার জেরে সরকারি সম্পত্তির কত ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করার আর্জি জানানো হয়েছে। পাশাপাশি, এই প্রকল্প খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল গঠন করার আবেদন করেছেন মামলাকারী।

উল্লেখ্য, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সরকারের ঘোষণা অনুযায়ী, দেশের সশস্ত্র বাহিনীর তিন বিভাগ অর্থাৎ স্থল, নৌ এবং বায়ুসেনায় চার বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ করা হবে। সাড়ে ১৭-২১ বছরের তরুণ-তরুণীরা এতে যোগ দিতে পারবেন। যদিও পরে এই বয়সসীমা বাড়িয়ে ২৩ বছর পর্যন্ত করা হয়েছে। চুক্তিভিত্তিক এভাবে সেনা নিয়োগের ঘোষণার পর রীতিমতো ফুঁসে ওঠে দেশের যুবসমাজ। বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে বিহার, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তেলঙ্গানা সহ ১৩ টি রাজ্যে। একাধিক ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় বিহারে। বিক্ষোভের জেরে শুধুমাত্র এইরাজ্যেই ভারতীয় রেলের প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর আকার ধারন করেছে যে বাধ্য হয়ে ভোর ৪ টে থেকে রাত্রি ৮ টা পর্যন্ত এই রাজ্যে সমস্ত রকম ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল।


Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version