Thursday, August 28, 2025

মহারাষ্ট্রে ‘অপারেশন লোটাস’? ২৬ বিধায়ক সহ নিখোঁজ শিন্ধে এখন গুজরাটে

Date:

চির পরিচিত ঘোড়া কেনাবেচার অঙ্কে মহারাষ্ট্রে সরকার উল্টে দেওয়ার ঘুঁটি সাজালো বিজেপি(BJP)। প্রথমে রাজ্যসভা ও তারপর বিধানপরিষদ নির্বাচনে শিবসেনার(Sibsena) জোট সরকার জোর ধাক্কা খাওয়ার পর এবার আরও বড় ধাক্কা এলো জোট শিবিরে। ২৬ জন মন্ত্রী সহ নিখোঁজ হয়েছিলেন প্রধান শরিক শিবসেনারই মন্ত্রী একনাথ শিন্ধে(Eknath Shindhe)। এবার তাঁদের সন্ধান পাওয়া গেল গুজরাটে(Gujrat)। এমনকী এই মন্ত্রী ও বিধায়কেরা মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ফোনও ধরছেন না। আজ দুপুর ২ টোয় সাংবাদিক বৈঠক করার ঘোষণাও করেছেন শিন্ধে সব মিলিয়ে মহারাষ্ট্রে সরকার পতনের সম্ভাবনা চূড়ান্ত আকার ধারন করেছে।

মহারাষ্ট্রে জোট সরকারের অস্তিত্ব নিয়ে বিগত কয়েকমাস ধরেই চলছিল জটিলতা। একদিকে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস দল ভাঙিয়ে ক্ষমতায় আসতে মরিয়া। অন্যদিকে এনসিপি চাইছে শিবসেনা মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দিক। পরিস্থিতি যখন এইরকম ঠিক সেই সময় দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ২৬ বিধায়ক সহ গুজরাট চলে গেলেন শিবসেনারই মন্ত্রী একনাথ শিন্ধে। জানা গিয়েছে গুজরাতের সুরাতের একটি পাঁচতারা হোটেলে উঠেছেন। শিবসেনায় বিদ্রোহের আশঙ্কায় আজ বিরোধী দলগুলির বৈঠকে যোগ দেবেন না সঞ্জয় রাউত। এই বৈঠক ডেকেছিলেন শরদ পাওয়ার। এই পরিস্থিতিতে, আজ দুপুর ১২টায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন। এতে সব বিধায়ককে উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মহারাষ্ট্রে সদ্য অনুষ্ঠিক রাজ্যসভার ভোট এবং গতকালের বিধান পরিষদের ১০ আসনের নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে জোট সরকার। রাজ্যসভার ভোটে হিসাব মতো ভোট হওয়া ছয় আসনের মধ্যে বিজেপির পাওয়ার কথা ছিল দুটি আসন। কিন্তু তারা তিনজন প্রার্থী দিয়ে তিনজনকেই জিতিয়ে নিয়েছে। হিসাব মতো বিজেপির পাওয়া তৃতীয় আসনটি সহজে দখল করার কথা ছিল শিবসেনার। কিন্তু বোঝাই যাচ্ছে ক্রংশ ভোটিং হয়েছে। এছাড়া ছোট যে দলগুলি শিবসেনাকে ভোট দেবে বলে কথা দিয়েছিল শেষ মুহূর্তে তারা বিজেপিকে সমর্থন করে। শিবসেনার সন্দেহ বিজেপির সঙ্গে তলে তলে যোগাযোগ রেখে চলছে এনসিপি।

গতকাল বিধানপরিষদে ১০ আসনের ভোটেও মুখ পুড়েছে শিবসেনার। হিসাব মতো বিজেপির চারটি আসন সহজে জেতার কথা ছিল। কিন্তু তারা পঞ্চম আসনেও প্রার্থী দেয়। সেই প্রার্থী জিতে গিয়েছেন। ভোটের ফল ঘোষণার পর দেখা যাচ্ছে মহারাষ্ট্র (Maharashtra) বিকাশ আগাদি বা জোট সরকারের শরিকদের হাতে থাকা ১৬৯টি ভোট তাদের প্রার্থীরা পায়নি। পেয়েছে ১৫১টি। অর্থাৎ ১৮টি ভোট কম পেয়েছে তারা। বিধান পরিষদের ভোট হয় গোপন ব্যালটে। ফলে কোন দল বিভীষণের ভূমিকা নিয়েছে বোঝা মুশকিল। কিন্তু দেখা যাচ্ছে বিজেপির হাতে যাওয়া পঞ্চম আসনটি সহজে জেতার কথা ছিল শিবসেনার। তাদেরই হাতছাড়া হয়েছে আসনটি। এই পরিস্থিতির মাঝেই ২৬ বিধায়ক এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় মহারাষ্ট্রের রাজনীতিতে সঙ্কট চরম আকার নিয়েছে।


Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version