Thursday, November 13, 2025

মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের সম্পত্তির হলফনামা তলব হাইকোর্টের

Date:

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্বে থাকা মানিক ভট্টাচার্যের(Manik Bhattacharya) সমস্তরকম সম্পত্তির হিসাব চাইল কলকাতা হাইকোর্ট(Kolkata Highcourt)। শুধু তিনি নন, পরিবারের প্রত্যেকের(স্ত্রী, সন্তান, পুত্রবধূ) সম্পত্তির হিসাব হলফনামার আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Ganguly)। আগামী ৫ জুলাইয়ের মধ্যে এই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় মঙ্গলবার মানিক ভট্টাচার্যকে হাজিরার নির্দেশ দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান মানিক। যদিও তাতে লাভ কিছু হয়নি। এরপর এদিন সময়মতো আদালতে হাজিরা দেন তিনি। আদালতে মানিকবাবুর কাছে সম্পত্তির হিসেব চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। উত্তরে তিনি জানান, নদিয়ায় তাঁর পৈতৃক ভিটে রয়েছে। যাদবপুরে রয়েছে দু’টি ফ্ল্যাট। পাশাপাশি নয়াবাদে জমিও রয়েছে মানিক ভট্টাচার্যের নামে। তবে পরিবারের নামে কত সোনা রয়েছে, তা স্পষ্ট করে জানাতে পারেননি প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি। এরপরই মানিক ভট্টাচার্যের সম্পত্তির বিস্তারিত হলফনামা তলব করেন বিচারপতি। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের হলফনামাও তলব করা হয়।

একইসঙ্গে পর্ষদের দ্বিতীয় প্যানেল প্রকাশের কোনও বিধি রয়েছে কিনা সেবিষয়েও বিস্তারিত জানতে চান বিচারপতি। উত্তরে মানিকবাবু জানান, “প্রথমে প্রশিক্ষিত প্রার্থীদের নিযুক্ত করা হয়, তারপর কোনও শূন্যপদ থাকলেও যোগ্যতা অনুযায়ী অপ্রশিক্ষিত প্রার্থীদের নিযুক্ত করা হয়। তাই দ্বিতীয় প্যানেল প্রকাশের প্রয়োজন হয়।”


Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version