Sunday, August 24, 2025

নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং থেকে সরে যাচ্ছে একাধিক সরকারি দফতর। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে স্থানান্তকরণের প্রক্রিয়া। এবার  নব মহাকরণ বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং-এ বসবে আদালত। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।


আরও পড়ুন:শুক্রবারের মধ্যে বাগ কমিটির কাছে এসএসসি-র সব রিপোর্ট চাইল আদালত 

রাজ্যের প্রায় সমস্ত সরকারি দফতরই বাম আমলে  বসত লালবাড়ি বা রাইটার্স বিল্ডিংয়ে। কিন্তু স্থান ছোট হওয়ায় সরকারি কজে অসুবিধা হত। আর সেকারণেই তৈরি হয় নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং। সেখানে এক থেকে সাততলা পর্যন্ত বসত সরকারি দফতরের কর্মীরা। কিন্তু আবাসন, ক্রীড়া, সমবায়, পর্যটন, লেবার ট্রাইব্যুনাল-সহ একাধিক দফতরকে সেখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে। ফাঁকা করা হচ্ছে এক থেকে সাততলা।


ভীষণই ঘিঞ্জি অবস্থায় রয়েছে রাজ্যের নগর দায়রা আদালত তথা সিটি সিভিল কোর্ট সহ একাধিক আদালত।  কাজের জন্য তাদের আরও জায়গা দরকার।জানা গেছে, এবার সেই আদালতগুলিই নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং-এ স্থানান্তরিত করা হবে।


কয়েকদিন আগেই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। জানা গেছে, সেই বৈঠকে এবিষয়ে আলোচনা হয়।ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নব মহাকরণের একতলা থেকে ছ’তলা পর্যন্ত থাকা দফতরগুলির সঙ্গে কথাও বলেছেন। ঠিক হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে এই দফতরগুলিকে সরানোর প্রক্রিয়া সম্পন্ন হবে।



Related articles

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...
Exit mobile version