Wednesday, November 5, 2025

নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং থেকে সরে যাচ্ছে একাধিক সরকারি দফতর। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে স্থানান্তকরণের প্রক্রিয়া। এবার  নব মহাকরণ বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং-এ বসবে আদালত। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।


আরও পড়ুন:শুক্রবারের মধ্যে বাগ কমিটির কাছে এসএসসি-র সব রিপোর্ট চাইল আদালত 

রাজ্যের প্রায় সমস্ত সরকারি দফতরই বাম আমলে  বসত লালবাড়ি বা রাইটার্স বিল্ডিংয়ে। কিন্তু স্থান ছোট হওয়ায় সরকারি কজে অসুবিধা হত। আর সেকারণেই তৈরি হয় নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং। সেখানে এক থেকে সাততলা পর্যন্ত বসত সরকারি দফতরের কর্মীরা। কিন্তু আবাসন, ক্রীড়া, সমবায়, পর্যটন, লেবার ট্রাইব্যুনাল-সহ একাধিক দফতরকে সেখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে। ফাঁকা করা হচ্ছে এক থেকে সাততলা।


ভীষণই ঘিঞ্জি অবস্থায় রয়েছে রাজ্যের নগর দায়রা আদালত তথা সিটি সিভিল কোর্ট সহ একাধিক আদালত।  কাজের জন্য তাদের আরও জায়গা দরকার।জানা গেছে, এবার সেই আদালতগুলিই নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং-এ স্থানান্তরিত করা হবে।


কয়েকদিন আগেই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। জানা গেছে, সেই বৈঠকে এবিষয়ে আলোচনা হয়।ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নব মহাকরণের একতলা থেকে ছ’তলা পর্যন্ত থাকা দফতরগুলির সঙ্গে কথাও বলেছেন। ঠিক হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে এই দফতরগুলিকে সরানোর প্রক্রিয়া সম্পন্ন হবে।



Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version