Saturday, November 8, 2025

ভারত যে চিনের চোখরাঙানিকে ভয় পায় না বরং বেজিংকে পাল্টা দিতে সক্ষম তা বুঝিয়ে দিল  মিসাইল উৎক্ষেপণ করে। ওড়িশার উপকূলে চাঁদিপুরের কাছে ‘ভার্টিক্যাল লঞ্চ শর্ট রেঞ্জ সার্ফেস টু এয়ার’ মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত। ভারতীয় নৌসেনা এবং প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র ও উন্নয়ন সংস্থা ডিআরডিও যৌথ উদ্যোগে এই মিসাইল উৎক্ষেপণ করেছে। নৌসেনার যুদ্ধজাহাজ থেকে মাঝআকাশে নিখুঁত লক্ষ্যে এবং নির্ভুল ভাবে আঘাত হানে এই মিসাইলটি। ডিআরডিও সূত্রে জানা গিয়েছে, এই মিসাইলটি স্বল্প দূরত্বের যে কোনও যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম। এই মিসাইলে এমন একটি অত্যাধুনিক সেন্সর বসানো আছে যা, রাডার তরঙ্গকে এড়িয়ে সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে আসা মিসাইলকেও খুঁজে বের করে ধ্বংস করতে। আর এই সেন্সরের ক্ষমতা এতটাই যে লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে এর টার্গেট হয় একেবারেই নির্ভুল । এই মিসাইল যে ভারতীয় নৌ বাহিনীকে অনেকটাই শক্তিশালী করবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

ভারত এবং চিনের মধ্যে লাদাখ নিয়ে সমস্যা দীর্ঘদিনের। দু’দেশের মধ্যে ইতিমধ্যেই ১২ দফা বৈঠক হয়ে গেলেও লাদাখ সমস্যার কোনো সুরাহা হয় নি। কারণ বেজিং বারবার চুক্তি লঙ্ঘন করছে এমনটাই অভিযোগ দিল্লির। লাদাখ নিয়ে দু’দেশের টানাপোড়েনের মধ্যেই সম্প্রতি চিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলের মতে ভারতকে বার্তা দিতেই চিনের ওই পদক্ষেপ। কিন্তু ভারত যে চিনকে ভয় পায় না তা বুঝিয়ে দিল এই অত্যাধুনিক সেন্সর মিসাইল উৎক্ষেপণ করে।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version