রাত পোহালেই চন্দননগর পুরনিগমে উপনির্বাচন, কড়া নিরাপত্তা বলয়

রাত পোহালেই চন্দননগর (Chandannagar) পুরনিগমের উপনির্বাচন। গত নির্বাচনের ১৭নম্বর ওয়ার্ডে বিজেপির (BJP) প্রার্থীর গোকুল পালে মৃত্যুর কারণে সেই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। রবিবার, চন্দননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডে চতুর্মুখী লড়াই। লড়ছে তৃণমূল (TMC), কংগ্রেস, সিপিআইএম (CPIM) ও বিজেপি।

শনিবার, সকাল থেকেই হুগলির চন্দননগরের প্রশাসনিক কর্তাদের ও প্রশাসনের কর্তাদের বৈঠক হয়। নাকা চেকিংয়ের সঙ্গে সঙ্গেই চন্দননগর পুরনিগমের সারদা সদন বিদ্যালয়ের ভোট কেন্দ্রে পুলিশি নজরদারি চলছে। এর সঙ্গেই সারদা সদন বিদ্যালয়ের তিনটি ভোট কেন্দ্রে ভোট কর্মীরা পৌঁছে গিয়েছন।

আরও পড়ুন- কার্নিশ-কাণ্ড: সুজিতের বাড়িতে মাতৃহারা ২ নাবালক পুত্র, ঘটনার রিপোর্ট তলব স্বাস্থ্যভবনের