Saturday, August 23, 2025

উত্তরবঙ্গের পাঁচ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে হালকা থেকে মাঝারি

Date:

বন্যা বিপর্যস্ত উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে পরপর কয়েক দিন টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তুলনায় দক্ষিণবঙ্গে বর্ষা অত্যন্ত দুর্বল। আগামী চার দিন ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উপকূলের জেলা এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। কিন্তু কলকাতা এবং তৎসংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাও খুব বেশি পরিমাণে নয়। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। ফলে ভ্যাপসা গরম ও গুমোট আবহাওয়ায় অস্বস্তিতে ভুগতে হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ বাসীকে।

শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পাঁচ জেলায়। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে অতি ভারী বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা কোচবিহার এবং আলিপুরদুয়ারে। অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং । মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version