Wednesday, August 20, 2025

জুন মাসের গোড়াতেই আরব সাগর বরাবর পশ্চিম উপকূলের রাজ্যগুলিতে আগাম বর্ষা ঢুকেছে। কিন্তু উত্তরবঙ্গে প্রবল বর্ষণ হলেও ছিটেফোঁটা বৃষ্টিতে তুষ্ট থাকতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে ছুটির দিন সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি নেমেছে বঙ্গে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

আজ সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। মাঝেমধ্যে সূর্যের আলো উঁকি দিলেও আবার তা মেঘের আনাগোণায় ঢাকা পড়ে গিয়েছে। গত কয়েকদিন ধরেই কলকাতায় বৃষ্টি হচ্ছে। কখনও হালকা, কখনও বা মাঝারি বৃষ্টিতে ভিজছে শহর। রবিবার সকালেও তার অন্যথা হল না।যদিও আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু দুর্বল। তাই বৃষ্টি হলেও তা ক্ষণস্থায়ী হবে বলেই মনে করা হচ্ছে।

এদিকে আইএমডি জানিয়েছে আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ২৬ থেকে ২৯ জুন গোয়া, কর্নাটক, মহারাষ্ট্র, কেরল, গুজরাতের মতো পশ্চিম উপকূলের রাজ্যগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া দফতর। সঙ্গে বজ্র-বিদ্যুতের পূর্বাভাস রয়েছে।

রবিবার থেকে পরবর্তী পাঁচ দিন হলুদ সতর্কতা জারি হয়েছে ওড়িশার বারগড়, ঝারসুগুদা, সম্বলপুর, সুন্দরগড়, দেওগড়, কেওনঝাড়, ময়ূরভঞ্জ, মালকানগিরি, কোরাপুট, রায়গুদা, গজপতিতে। পূবালি হাওয়ার দাপটে উত্তরাখণ্ড ও পূর্ব উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৭ থেকে ২৯ জুন হিমাচল প্রদেশে ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ভারতেও।



Related articles

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...
Exit mobile version