মহানগরীর অলিগলিতেও পুলিশি নজরদারি, নির্দেশ বিনীত গোয়েলের

অলিগলিতে অনেক সময়ই দেখা পাওয়া যায় না পুলিশের। ফলে অপরাধ সংগঠিত হয়। দুষ্কৃতীরাও পালিয়ে যাওয়ার সেফ প্যাসেজ পেয়ে যায়। এই প্রবণতা বন্ধ করতে এবার কলকাতার অলিগলিতেও নজরদারি বাড়াতে প্রত্যেকটি থানাকে নির্দেশ দিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vineet Goyal)।

কলকাতা পুলিশের (Police) অধীন প্রত্যেকটি থানা ও ট্রাফিক গার্ডের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার। তিনি বলেন, সরু গলিপথে হেঁটে বা বাইকে টহলদারি বাড়াতে হবে। ইতিমধ্যেই একাধিক থানায় ব্যাটারি চালিত সাইকেলে টহলদারি শুরু হয়েছে। কলকাতার (Kolkata) প্রত্যেকটি থানায় পরিবেশবান্ধব ব্যাটারি চালিত সাইকেল নিয়ে আসার চেষ্টা হচ্ছে।

একই সঙ্গে থানাগুলিতে দ্রুত মামলার নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন বিনীত গোয়েল। কারণ, এক মামলার তদন্তকারী যদি অন্য জায়গায় বদলি হয়ে যান, তখন অনেক ক্ষেত্রেই তিনি নতুন তদন্তকারী আধিকারিককে কেস ডায়েরি হাতবদল করেন না বলে অভিযোগ। সে জন্য থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে।

কয়েকদিন আগেই পুলিশ ব্যারাকের জানালা ভেঙে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। সেই ঘটনাকে মাথায় রেখে প্রত্যেকটি থানা ও ব্যারাকের পরিস্থিতি ও মেরামতির দিকে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পথ দুর্ঘটনায় চলতি মাসেই এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। ট্রাফিক পুলিশ ও ট্রাফিক গার্ডগুলিকে পথ দুর্ঘটনা কমাতে দ্রুত স্ট্র্যাটেজি তৈরির নির্দেশ দিয়েছে লালবাজার। আসন্ন রথযাত্রায় সম্প্রীতি বজায় রাখতে থানার ওসিদের নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।