Tuesday, November 4, 2025

তৃণমূলপন্থী অধ্যাপক ছিলেন, স্ত্রীর স্কুলের বদলিও করিয়েছেন, অভিযোগ রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে

Date:

রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার যে একটি সময় তৃণমূল অধ্যাপক সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন একথা কারও অজানা নয়। এমনকী, সুকান্তবাবু তৃণমূল অধ্যাপক সংগঠনের ছত্রছায়ায় থেকে সেমিনার, মিটিং, মিছিল সবই করেছেন। এবার বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে তৎকালীন শিক্ষামন্ত্রীকে “ম্যানেজ” করে নিজের স্ত্রীকে বাড়ির পাশের স্কুলে বদলি করানোর মতো গুরুতর অভিযোগ উঠল। অভিযোগ তুলেছে বঙ্গ বিজেপিতে সুকান্ত গোষ্ঠীর নেতা-কর্মীরা।

বছর তিনেক আগের ঘটনা। তখন মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলপন্থী অধ্যাপক ছিলেন সুকান্ত মজুমদার। সেই সময় তাঁর স্ত্রী কোয়েল চৌধুরী মালদহের একটি সরকারি স্কুলের শিক্ষিকা। একই এলাকায় কর্মজীবন থাকায় পরিবার নিয়ে মালদহের ফ্ল্যাটেই থাকতেন মজুমদার দম্পতি। কিন্তু ২০১৯ সালে সাংসদ নির্বাচিত হওয়ার পর নিজের জেলা বালুরঘাটেই ফিরে যান সুকান্তবাবু। আর সরকারি চাকরির কারণে কোয়েলদেবীকে মালদহতেই থাকতে হয়। জানা যায়, তৎকালীন শিক্ষামন্ত্রীর কাছে বিজেপির তরফে শিক্ষিকা কোয়েলদেবীর বদলির আবেদন জমা পড়ে। এরপরই বাড়ির কাছে বালুরঘাটের সানাপাড়া হাইস্কুলে বদলি হয়ে যান সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েলদেবী।

যদিও বিজেপির কোন মহল থেকে তৎকালীন শিক্ষামন্ত্রীর কাছে সুকান্ত মজুমদারের স্ত্রীর বদলির আবেদন গিয়েছিল, সেটা নাকি জানেনই না তৎকালীন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তবে পার্টির অন্দরে তখন সুকান্ত মজুমদারের স্ত্রীর বদলির বিষয়টি নিয়ে যে একাধিকবার আলোচনা হয়েছে, সেটা স্বীকার করে নিয়েছেন দিলীপবাবু। অন্যদিকে, সুকান্ত মজুমদারের দাবি, কোনও সুপারিশ নয়, স্বাভাবিক বদলির আবেদনের নিয়ম মেনেই ট্র্যান্সফার হয়েছে।

এদিকে, চোখের সামনে বা মুখে তৃণমূল-বিরোধী সাজলেও ব্যক্তিগত ও পেশাগত জীবনে শাসকদলের নেতা-মন্ত্রীদের তৈলমর্দন করার অভিযোগ উঠেছে একসময়কার তৃণমূলপন্থী অধ্যাপক বর্তমানে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। যা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে সুকান্ত বিরোধী শিবির ঝড় তুলেছে।

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version