Sunday, August 24, 2025

নতুন প্রজন্মের পছন্দের নিরিখে এবার পিছিয়ে গেল গুগল (Google),অ্যামাজন (Amazon)? টেক্কা দিল ফেসবুক (Facebook)? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পড়ুয়া বিশাখ মণ্ডল-এর (Bisakh Mondal) নেওয়া সিদ্ধান্ত যেন সেই কথাই বলছে। ফেসবুক থেকে বার্ষিক এক কোটি আশি লক্ষ টাকার চাকরির প্রস্তাব পেয়েছিলেন বিশাখ ৷ চলতি বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়ার পাওয়া সর্বোচ্চ প্যাকেজ ছিল এটিই ৷ তাই ফেসবুকেই চাকরি করতে চান বীরভূমের বিশাখ।

এই মুহূর্তে কম্পিউটার সায়েন্স নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন বিশাখ ৷ আগামী সেপ্টেম্বর মাসেই তিনি লন্ডনে গিয়ে কাজে যোগ দেবেন ৷ গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশাখ মণ্ডল। বীরভূমের ছেলের কাছে একসাথে গুগল,অ্যামাজন, ফেসবুকে চাকরির অফার। গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তত ৯ জন পড়ুয়া এক কোটি টাকার বেশি বেতনের চাকরি পেয়েছেন ৷ করোনা অতিমারির পর এই প্রথম এতজন পড়ুয়া বহুজাতিক সংস্থাগুলির থেকে এত মোটা অঙ্কের টাকার বেতনের প্রস্তাব পেলেন ৷ নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা যুবক বিশাখ বলছেন, করোনা বদলে দিয়েছে সবার জীবন। এই সময় তিনি বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন। বাবা কৃষি কাজ করে জীবিকা উপার্জন করেন, মা অঙ্গনওয়াড়ি কর্মী ৷ স্বভাবতই পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজন। সেই সঙ্গে যদি এই প্রজন্মের জন্যও কিছু করা যায় তাহলে সেটাই আসল লক্ষ্য। সেই মতো সব দিক বিচার করে ফেসবুকের প্রস্তাবই গ্রহণ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। সেপ্টেম্বর মাসেই তিনি কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন।



Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version