Tuesday, August 26, 2025

উপনির্বাচনে লজ্জার হার বিজেপির! ৪টি ওয়ার্ড তৃণমূলের, ১টি করে কংগ্রেস-বামেরা

Date:

ফের রাজ্যে উপনির্বাচনেও ভরাডুবি বিজেপির। দক্ষিণবঙ্গের ৬টি পুরসভা আসনে খালি হাতেই থাকতে হল গেরুয়া শিবিরকে। দক্ষিণবঙ্গের ৬টি ওয়ার্ডের মধ্যে ৪টি তৃণমূল ও ১টি করে আসন জিতেছে কংগ্রেস ও বামেরা। পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে ২২৭৪ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মীনাক্ষী দত্ত।দক্ষিণ দমদমের ২৯ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বনশ্রী চট্টোপাধ্যায়। ভাটপাড়া ৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী কনকলতা দাস। চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ১৩০ ভোটে জয়ী হলেন সিপিএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে ৭৭৮ ভোটে জয়ী কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু।


আরও পড়ুন: ঝালদা পুরসভায় জয়ী কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু  

পানিহাটির উপনির্বাচনে জিতেছেন নিহত অনুপম দত্তের স্ত্রী তৃণমূল প্রার্থী মীনাক্ষী দত্ত। বুধবার ফলপ্রকাশের পরই পানিহাটি ৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ের হাসি হাসেন তৃণমূল প্রার্থী। ২২৭৪ ভোটে জয়ী হয়েছেন নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী ।

বিপুল ভোটে জয়ের পর নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত জানান,  ‘এই জয় অনুপমের জয়। অনুপম দত্তের পাশে যে মানুষ আছে, আজ তার বহিঃপ্রকাশ হল।পাশপাশি তিনি এও জানান,  ‘সাধারণ মানুষ পাশে আছেন। থাকবে। আর সাধারণ মানুষের পাশে আমি থাকব।  এটাই প্রতিশ্রুতি’।


দক্ষিণ দমদমের ২৯ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বনশ্রী চট্টোপাধ্যায়। ভাটপাড়া ৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী কনকলতা দাস।৯৫৫ ভোটে জিতেছেন তিনি।


অন্যদিকে  চন্দননগরে ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী বাম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। ১৩০ ভোটে জয়ী হয়েছেন বাম প্রার্থী।বিজেপির কাছ থেকে আসনটি ছিনিয়ে নিয়েছে সিপিএম।


ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে পুননির্বাচনে জয়ী হলেন নিহত কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু। ৭৭৮ ভোটে জয়ী হন তিনি। এই জয়ের ফলে এই ওয়ার্ড কংগ্রেসের দখলেই থাকল।

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version