মানসিক অবসাদে ভুগছিলেন এসএসকেএম – এর চিকিৎসক স্বাগতা ভট্টাচার্য। রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রের (soumen mohapatra) ভাগ্নি তিনি। অবশেষে নিলেন চরম সিদ্ধান্ত। বুধবার খড়্গপুর আইআইটি (Kharagpur IIT) ক্যাম্পাসের কোয়ার্টার থেকে উদ্ধার হয়েছে স্বাগতা ভট্টাচার্যের (Swagata Bhattacharya)দেহ।