Wednesday, November 12, 2025

মেঘালয়ে সদস্য সংগ্রহ অভিযান তৃণমূলের, 9687796877-তে মিসড কল দিন: অভিষেক

Date:

কংগ্রেসের ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার পর মেঘালয়ে(Meghalaya) এখন প্রধান বিরোধী দল তৃণমূল(TMC)। এবার তৃণমূলের লক্ষ্য মেঘালয়ের পুতুল সরকারকে সরিয়ে তৃণমূলকে প্রতিষ্ঠা করার। আর সেই লক্ষ্যে মেঘালয়ে সদস্য গ্রহন অভিযানের সুচনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। বুধবার শিলংয়ের তৃণমূলের কর্মিসভায় দলীয় সদস্য হওয়ার জন্য 9687796877 নম্বরের উদ্বোধন করলেন অভিষেক। রাজ্যবাসীর কাছে আবেদন জানালেন এই নম্বরে মিসড কল(Missed call) দিয়ে তৃণমূলের সদস্য হওয়ার জন্য।

এদিন শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে আয়োজিত তৃণমূলের কর্মিসভায় উপস্থিত হয়ে অভিষেক বলেন, “গত সাড়ে চার বছরে মেঘালয়বাসীর সঙ্গে যে প্রতারণা হয়েছে তার বিরুদ্ধে লড়বে তৃণমূল। আগামী ৬ মাসের মধ্যে দুর্নীতিগ্রস্থ মেঘালয় সরকারকে উৎখাত করতে হবে। আমি সদস্য সংগ্রহ অভিযান শুরু করলাম। সব জায়গায় সব বাড়িতে আমরা যাব।” একইসঙ্গে তিনি বলেন, “9687796877 নম্বরে মিসড কল দিন এবং দলের সদস্য হোন। আমরা কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করব। এই দূর্নীতি যুক্ত সরকারকে সরাতেই হবে। এই ৬ মাসে আপনারা আমাকে যখন যেখানে ডাকবেন সেখানে যাব।”

একইসঙ্গে মেঘালয়ের কংগ্রেস ও বিজেপিকে একহাত নিয়ে অভিষেক বলেন, “এটা একমাত্র রাজ্য যেখানে কংগ্রেস-বিজেপিকে, বিজেপি-কংগ্রেসকে সমর্থন করে। কংগ্রেস-বিজেপির আঁতাত সামনে এনেছে মেঘালয়। এরজন্য মেঘালয়বাসীকে ধন্যবাদ। আমি মুকুল সাংমাকে ধন্যবাদ দেব যে তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছেন। তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছেন। আমার অনুরোধ, বিজেপিকে ওদের পথ দেখিয়ে দিন। সূর্য পূর্ব দিকে ওঠে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেই পূর্ব দিক থেকেই।” উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য শাখার সভাপতি চার্লস পিংরোপ, বিরোধী দলনেতা মুকুল সাংমা সহ দলের পর্যবেক্ষক মানস ভুঁইয়া ও সহ পর্যবেক্ষক সব্যসাচী দত্ত।


Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version